Lalbazar Security Upgradation: কলকাতা পুলিশের সংযুক্ত এলাকায় বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

author img

By

Published : Nov 21, 2021, 10:05 PM IST

Lalbazar Security Upgradation in Adjoining Areas of Kolkata Police

বেহালা, হরিদেবপুর, বাঁশদ্রোণী, পাটুলি, বেলেঘাটার মতো কলকাতা পুলিশের সংযুক্ত এলাকায় বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা ৷ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে সিসিটিভি ক্যামেরা বসানো-সহ পুলিশ আউট পোস্ট বসানোর মতো একাধিক পদক্ষেপ নিচ্ছে লালবাজার ৷ মূলত এই সংযুক্ত এলাকায় সাম্প্রতিককালে বাড়তে থাকা অপরাধ নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ ৷

কলকাতা, 21 নভেম্বর : কলকাতা পুলিশের অধিনে শহরের বাইরে বেশ কয়েকটি অতিরিক্ত সংযুক্ত এলাকা রয়েছে ৷ সেই সব এলাকার সুরক্ষা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন লালবাজার ৷ এই সংযুক্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বাঁশদ্রোণী, পাটুলি, হরিদেবপুর, বেহালা, ঠাকুরপুকুর, উত্তর কলকাতার সিঁথি, কাশিপুর, মধ্য কলকাতার বেলেঘাটার মতো এলাকাগুলি ৷

আর তাই কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন সীমানা এলাকাগুলিতে এবার বসানো হচ্ছে একাধিক সিসিটিভি ক্যামেরা ৷ পাশাপাশি, ওই রাস্তাগুলিতে যে সব সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে ৷ সেগুলিকে বদল করা হবে ৷ সেই সঙ্গে জেব্রা ক্রসিংগুলি যাতে আরও সুস্পষ্টভাবে চিহ্নিত হয়, তার ব্যবস্থাও করবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ অন্যিদকে, পূর্ব যাদবপুর, বাঁশদ্রোণী, পাটুলি, বেহালা, হরিদেবপুর-সহ একাধিক বড় রাস্তাগুলিতে ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে দিনের গুরুত্বপূর্ণ সময়ে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ ৷

গড়িয়া ট্রাফিক গার্ড থেকে একেবারে বেলেঘাটা ট্রাফিক গার্ড পর্যন্ত বাইপাসের উপর একাধিক আউটপোস্ট বানানোর পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের ৷ জানা গিয়েছে এই আউটপোস্টগুলিতে রাখা হবে কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার আধিকারিকদের ৷ সেই সঙ্গে বাইপাসের উপরে যে সব সিসিটিভি ক্যামেরাগুলি বিকল হয়ে রয়েছে, সেগুলি পরিবর্তন করা হবে ৷

আরও পড়ুন : Cyber Crime: পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের

কিন্তু, প্রশ্ন হচ্ছে কেন কলকাতা পুলিশের সংযুক্ত এই এলাকাগুলিকে চিহ্নিত করা হচ্ছে ? এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক জানান, কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত এলাকায় অর্থাৎ, বর্ডার লাইনের ওপারে রাজ্য পুলিশ এবং এ পারে কলকাতা পুলিশের আওতায় পড়ছে ৷ সেই সকল এলাকাগুলিতে ক্রমেই দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে চলেছে ৷ তার সাম্প্রতিক উদাহরণ হল বেহালা পর্ণশ্রীতে জোড়া খুনের ঘটনা ৷ সেই ঘটনায় তদন্ত করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে ৷ এর কারণ হচ্ছে ঘটনাস্থল বা তার আশেপাশের রাস্তায় একটিও সিসিটিভি ক্যামেরা ছিল না ৷

আরও পড়ুন : Civic Volunteer : এক্সাইড মোড়ে ছিনতাইয়ে অভিযুক্ত যুবকের বুকে পা, বরখাস্ত সিভিক ভলান্টিয়ার

বেহালা পর্ণশ্রীতে মা ও ছেলের খুনের ঘটনার পরপরই হরিদেবপুরে এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসে ৷ কারখানা থেকে উদ্ধার হয় এক মাঝবয়সি ব্যক্তির মৃতদেহ ৷ সেখানে হাতের চিহ্ন ছিল ৷ কিন্তু, সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ সম্প্রতি বাঁশদ্রোণী থানার অন্তর্গত একটি বাড়িতে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি ধরা পড়ে ৷ তবে, সেই বাড়িতে সিসিটিভি ফুটেজ থাকায়, সেটিকে হাতিয়ার করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ এমনকি বাঁশদ্রোণী থানা এলাকাতেই একটি বেপরোয়া গাড়ি চাপা দেয় দুই ব্যক্তিকে ৷ সেই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান, কলকাতা পুলিশের সংযুক্ত এলাকাগুলিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে ৷ আর তাঁর সেই ঘোষণা মতো এবার সেই ব্যবস্থা বলবৎ হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.