Special House Number: কলকাতার বস্তিবাসীরা পাচ্ছেন বাড়ির জন্য বিশেষ নম্বর

author img

By

Published : Jun 23, 2022, 7:10 PM IST

Kolkata slum dwellers to getting special numbers for houses

কলকাতা শহরে প্রায় 3500 বস্তি আছে । এবার বস্তিবাসীরা পাচ্ছেন বাড়ির জন্য বিশেষ নম্বর ৷ এ কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation)বস্তি বিভাগের মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার (Swapan Samaddar)।

কলকাতা, 23 জুন: কলকাতায় অনেক বস্তি আছে ৷ যেখানে বাস করেন হাজার হাজার লোক ৷ এই বস্তিগুলি রেলের জমিতে বা খাস জমিতে তৈরি ৷ তাঁদের কারোর ঘরের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই । আবার কলোনি বা ঠিকা বস্তি আছে ৷ যেখানে হয়ত একই নাম ও পদবীর একাধিক ব্যক্তি থাকেন ।

এর ফলে কোনও পার্সেল এলে বা নির্দিষ্ট কাজে খোজ করলে, তাঁকে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে । কারণ একটি বস্তির 30-50 ঘরের ঠিকানা হয় একই । এবার সেই মুশকিল আসান করতে চলেছে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বস্তি বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন । কলকাতার বস্তিগুলিতে প্রতিটি ঘরে লাগানো হচ্ছে ইউনিক নম্বর (Special House Number)। এই বিশেষ নম্বর প্রায় নিজস্ব ঠিকানার মতোই কাজ করবে । বৃহস্পতিবার এ কথা জানান কলকাতা পৌরনিগমের বস্তি বিভাগের মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার (Swapan Samaddar)।

কলকাতা শহরে প্রায় 3500 বস্তি আছে । যার মধ্যে হাজার দেড়েক বড় বস্তি । বিরাট এলাকা জুড়ে সেই সব বস্তি । তবে এমন বস্তির ক্ষেত্রে কোনও একটি ঘরে, কোনও সরকারি পরিষেবা বা অনলাইন কোনও অর্ডার থাকলে বা কেউ প্রয়োজনে খোঁজ করতে এলে তাকে খোঁজা প্রায় দুষ্কর হয়ে ওঠে । এবার এই বিশেষ নম্বরের মাধ্যমে তাকে খোঁজা যাবে ৷ বস্তিবাসীরা নিজেদের ঠিকার মতো ব্যবহার করতে পারবে এই নম্বর । কিছু অনলাইন অর্ডার দিলে ডেলিভারি কর্মীদের আর দরজায় দরজায় গিয়ে কড়া নাড়তে হবে না ৷ এই নম্বর মারলেই গুগল লোকেশনে ঠিক ওই বাড়ির সঠিক অবস্থান দেখিয়ে দেবে । এই বিশেষ নম্বর শুধু ঠিকানা হিসাবেই ব্যবহৃত হবে না ৷ চিঠিপত্রের ক্ষেত্রেও ঠিক একইরকম সুবিধা হবে ।

এবার বস্তিবাসীরা পাচ্ছেন বাড়ির জন্য বিশেষ নম্বর

এই নম্বর কলকাতা বস্তি বিভাগের উদ্যোগে যে স্বেচ্ছাসেবী সংস্থা দিচ্ছে তাঁরা সংশ্লিষ্ট পরিবারের তথ্য সংগ্রহ করেছে । কাদের রেশন কার্ড আছে, কী ধরনের কার্ড, কাদের আধার কার্ড বা ভোটার কার্ড আছে, সেই সব তথ্য তারা সংগ্রহ করেছে । বেশ কিছু দিন ধরেই শহর জুড়ে এই কাজ চলছে । 70-80টি ওয়ার্ডে এই কাজ ইতিমধ্যে হয়েছে । বাকি ওয়ার্ডগুলিতেও দ্রুত এই কাজ শেষ করা হবে । তবে এই উদ্যোগ কতটা সুবিধা হবে, তা নিয়ে সন্ধিহান বস্তিবাসীদের একাংশ (Kolkata slum dwellers to getting special numbers for houses)।

এমনই এক বস্তির বাসিন্দা পিয়ালী মাইতি বলেন, "এই নম্বর লাগিয়ে গিয়েছে কিছু দিন হল । কী হবে এটা লাগিয়ে, তা বুঝতে পারছি না । এর সুবিধা কি ৷" আরও এক বাসিন্দা রঞ্জন দাস বলেন, "আগে একটা এলাকার নাম বলে দিলে, চিনে অনেককে জিজ্ঞাসা করে খোঁজ নিয়ে আসতে হত লোকজনকে । এখন গুগলে আমার ওই নম্বর প্লেটের নম্বর দিয়ে দিলে একদম দোরগোড়ায় এসে হাজির হবেন ।"

আরও পড়ুন: Birth and Death Certificate: জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে সমস্যা, সংশোধনী প্রস্তাব কলকাতা পৌরনিগমের

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ(বস্তি) স্বপন সমাদ্দার বলেন, "বেশ কিছুদিন ধরে এই কাজ চলছে কলকাতায় । এই নম্বর বস্তিবাসীরা ঠিকানার মত করেই ব্যবহার করতে পারবেন । একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে । আরও বেশ কিছু ওয়ার্ড বাকি । অনেকটা কাজ হয়ে গেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.