Lalbazar requests to close Schools: মিটিং-মিছিলের জন্য আজ 12টার মধ্যে স্কুল ছুটির অনুরোধ লালবাজারের

Lalbazar requests to close Schools: মিটিং-মিছিলের জন্য আজ 12টার মধ্যে স্কুল ছুটির অনুরোধ লালবাজারের
মিটিং-মিছিলের জন্য আজ দুপুর 12টার মধ্যে শহরের বেশ কয়েকটি স্কুল ছুটির অনুরোধ জানাল লালবাজার (Lalbazar requests to close Schools)৷ স্কুলগুলিকে ই-মেইল পাঠিয়ে এই অনুরোধ করা হয়েছে (Lalbazar)৷
কলকাতা, 24 জুন: আজ পার্ক সার্কাস এলাকায় বেশ কিছু ধর্মীয় সভা মিছিল রয়েছে । তার জেরে দুপুরের পর থেকে পার্ক সার্কাস, বেনিয়াপুকুর, তিলজলা, তপসিয়া-সহ একাধিক জায়গায় যানজট সৃষ্টি হতে পারে (Lalbazar requests to close Schools)। সে জন্য কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিকের তরফ থেকে ওই সংলগ্ন এলাকার স্কুলগুলিকে দুপুর 12টার মধ্যে ছুটি দিয়ে দেওয়ার অনুরোধ জানাল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস-সহ শহরের বিভিন্ন স্কুলে ই-মেইল করে এই অনুরোধ জানানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিকের তরফ থেকে (Lalbazar)।
আজ পার্ক সার্কাসে বেশকিছু ধর্মীয় এবং রাজনৈতিক মিছিল রয়েছে । ফলে সেখানে যানজট তৈরি হতে পারে । যাতে সাধারণ মানুষকে খুব অসুবিধের মধ্যে পড়তে না হয়, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ ।
জানা গিয়েছে, আজ পার্ক সার্কাস এলাকায় ট্র্যাফিকের দায়িত্ব সামলাবেন দু'জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অধিকারিক । পাশাপাশি ওই এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে । এ ছাড়াও সেখানে সার্বিক দায়িত্বে থাকছেন পাঁচজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক (Kolkata Police requests to close Schools before 12 noon today)।
আরও পড়ুন: Bengal police to buy 21 horses: রাজ্য পুলিশেও ঘোড়সওয়ারে জোর, হরিয়ানা থেকে কেনা হচ্ছে 21 ঘোড়া
