Kolkata CP Vineet Goyal: পিঠে ব্যাগ নিয়ে পুলিশ কর্মীদের ডিউটিতে নিষেধাজ্ঞা কলকাতার নগরপালের

author img

By

Published : Oct 13, 2022, 2:30 PM IST

kolkata-cp-vineet-goyal-bars-cops-doing-duty-with-backpack

কলকাতার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সমস্ত পুলিশ কর্মীরা সামলান, তাঁদের অনেকেরই পিঠে ব্যাগ দেখা যায় ৷ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের (Kolkata CP Vineet Goyal) নির্দেশ, এবার থেকে পিঠে ব্যাগ নিয়ে ডিউটি করা যাবে না ৷

কলকাতা, 13 অক্টোবর : পিঠে ব্যাগ নিয়ে আইনশৃঙ্খলা সামলানোর ডিউটি আর করা যাবে না । এই নির্দেশিকা জারি করল কলকাতা নগরপাল বিনীত গোয়েল (Kolkata CP Vineet Goyal)। পুলিশ কমিশনারের দাবি, শহরের একাধিক জায়গায় আইনশৃঙ্খলা সামলানোর ডিউটিতে পুলিশ কর্মীদের পিঠে ব্যাগ দেখা যায় ৷ বিশেষ করে কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীদের মধ্যে এই প্রবণতা বেশি ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

এই নিয়ে নগরপালের মন্তব্য, এই ভাবে আইনশৃঙ্খলা সামলানোর ডিউটি করা যায় না । ডিউটিতে উন্মত্ত জনতাকেও এই ভাবে ঠেকানো সম্ভব নয় । ফলে এবার থেকে কলকাতার রাজপথে আইনশৃঙ্খলা সামলানোর ডিউটিতে কর্মরত পুলিশকর্মীরা পিঠে ব্যাগ ব্যবহার করতে পারবেন না, এমনটাই নির্দেশ লালবাজারের (Lalbazar) ।

শহরের প্রতিটি থানা এবং বিশেষ করে ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের একটি মেল করে দেওয়া হয়েছে । থানার পাশাপাশি কলকাতা পুলিশের (Kolkata Police) ন’টি ডিভিশনাল ডেপুটি কমিশনারদেরও এই মেল পাঠানো হয়েছে লালবাজারের তরফে ।

প্রতিদিন আইনশৃঙ্খলা সামলানোর ডিউটিতে কলকাতা পুলিশের কর্মীদের সব ছবি আসে লালবাজারে । আর সেখানেই ধরা পড়েছে এই ছবি । দেখা যায় বিভিন্ন আইনশৃঙ্খলা সামলানোর ডিউটিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা, বিশেষ করে কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীরা পিঠে ব্যাগ নিয়ে ডিউটি করেন । লালবাজার সূত্রে খবর, এইভাবে পিঠে ব্যাগ নিয়ে আইনশৃঙ্খলা সামলানোর ডিউটি করা সম্ভব নয় এবং সেটা করাও যায় না ।

যদিও এই বিষয়ে কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীদের দাবি, আইনশৃঙ্খলা সামলানোর ডিউটি শুধুমাত্র যে নিজ নিজ থানা এলাকায় দেওয়া হয়, এমনটা নয় । বরং পার্শ্ববর্তী থানার থেকে অনেক দূরে কোনও থানাতেও আইনশৃঙ্খলা সামলানোর ডিউটি তাঁদের থাকে । থানা থেকে ব্যাগ এবং ব্যাগে থাকা জিনিসপত্র নিয়েই ডিউটি করতে আসেন অনেকে । এই নতুন নির্দেশিকার ফলে তাঁরা কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করছেন অনেকে ।

আরও পড়ুন : শুটিং চ্যাম্পিয়নশিপে কলকাতা পুলিশের ঝোলায় এল বহু পদক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.