Kolkata CP on Rave Party খুফিয়া রেভ পার্টির খবর রাখতে হবে, গোয়েন্দাদের নির্দেশ বিনীত গোয়েলের

author img

By

Published : Aug 26, 2022, 4:08 PM IST

kolkata-cp-asks-detective-department-to-step-up-surveillance-on-rave-parties

শহরের রেভ পার্টিগুলিতে নজরদারি বাড়াতে নির্দেশ (Surveillance on Rave parties) দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল (Vineet Kumar Goyal) ৷ সম্প্রতি ট্যাংরায় পোস্ট অফিস থেকে মাদক উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি ৷ যেখানে শহরে আয়োজিত রেভ পার্টিগুলিতে (Rave Parties) নজরদারি বাড়াতে বলা হয়েছে ৷

কলকাতা, 26 অগস্ট: শহর কলকাতায় মাদক কারবার এবং সরবরাহ রুখতে এ বার কঠোর পদক্ষেপ পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের (Vineet Kumar Goyal) ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরকে শহরে কোথায় রেভ পার্ট হচ্ছে, তা জানতে নজরদারি বাড়াতে নির্দেশ দিলেন (Surveillance on Rave parties) ৷ সেই মতো লালবাজারের স্প্যাশাল টাস্ক ফোর্স (Lalbazar Special Task Force) একাধিক জায়গায় ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৷

বুধবার ট্যাংরায় সাব-পোস্ট অফিসে লক্ষাধিক টাকা মূল্যের মাদক পার্সেল অবস্থায় উদ্ধার হয় ৷ পোস্ট অফিস থেকে সেই মাদকের পার্সেল নিয়ে বেরনোর সময় গোয়েন্দারা অভিযুক্তদের বমাল পাকড়াও করেন ৷ এর পরেই কলকাতার পুলিশ কমিশনার বিষয়টি নিয়ে গোয়েন্দা বিভাগকে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, শহরে খুফিয়া রেভ পার্টি কোথায় কোথায় হচ্ছে বা হতে পারে, তার আগাম খবর রাখতে হবে গোয়েন্দা দফতরকে ৷ প্রয়োজনে রেভ পার্টিগুলিতে (Rave Parties) আচমকা রেইড করতে নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েল ৷

পুলিশ কমিশনারের থেকে এই নির্দেশ পাওয়ার পর, ইতিমধ্যে গোয়েন্দা দফতর নড়েচড়ে বসেছে ৷ জানা গিয়েছে, শহরের বেশ কিছু এলাকা থেকে মাদক সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমে গোয়েন্দাদের অনুমান, পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে শহরে হামেশাই মাদক সেবনের জন্য রেভ পার্টির আয়োজন করা হয় ৷ আর এই সব রেভ পার্টিতে এলএসডি, হেরোইনের মতো দামী মাদক ব্যবহার হয় ৷ যেখানে মাদকের বরাত দেওয়া হয় কলকাতার বাইরের মাদককারবারীরা ৷ মূলত ভিনরাজ্য থেকে সেই রেভ পার্টিগুলতে মাদক সরবরাহ করা হয় বলে অনুমান গোয়েন্দাদের ৷

আরও পড়ুন: পার্সেলে মুড়ে কলকাতার ডাকঘরে এল মাদক, গ্রেফতার 2

বুধবার কলকাতার ট্যাংরা এলাকার সাব-পোস্ট অফিসে পার্সলে মুড়ে এলএসডি (LSD) মাদক আসে ৷ আর সেই মাদক পোস্ট অফিস থেকে সংগ্রহ করে বেরোনোর পথেই ধরা পড়ে অভিযুক্তরা ৷ বাইরের রাজ্য থেকে পোস্ট অফিসকে ব্যবহার করা হচ্ছে মাদক সরবরাহের জন্য ৷ যা আরও বেশি চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের ৷ কারণ, বেশিরভাগ ক্ষেত্রে এক পোস্ট অফিসগুলিতে বা পোস্টম্যানদের কোনও তল্লাশি হয় না ৷ কেন্দ্রীয় সরকরি বিভাগ হওয়ায় সেখানে ছোট খামে পার্সেল করে মাদক পাচার করা খুবই সহজ ৷ আর তাই কলকাতার পুলিশ কমিশনার বিনীত কোয়েলের নির্দেশ, শুধু মাদক সরবরাহকারীদের ধরলেই হবে না (Kolkata CP on Rave Party) ৷ যে রেভ পার্টিগুলিতে মাদক সরবরাহ করা হচ্ছে, সেগুলি সম্পর্কে আগাম তথ্য রাখতে হবে গোয়েন্দাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.