Birth and Death Certificate: জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে সমস্যা, সংশোধনী প্রস্তাব কলকাতা পৌরনিগমের

author img

By

Published : Jun 21, 2022, 9:03 PM IST

KMC to propose amendment on birth and death certificate issue system

জন্ম-মৃত্যু শংসাপত্রের(Birth and Death Certificate) নয়া নিয়মে আধার কার্ড নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ সংশোধনী প্রস্তাব দিচ্ছে কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation)৷

কলকাতা, 21 জুন: জন্ম মৃত্যু শংসাপত্র প্রদানের সম্প্রতি নতুন পোর্টাল চালু হয়েছে (Birth and Death Certificate)। গত 5 মে থেকে জন্ম ও মৃত্যু সংক্রান্ত সমস্ত শংসাপত্র রাজ্যের পোর্টাল মারফৎ তুলতে হচ্ছে । নিয়ম সরলীকরণ করা হলেও, সেই শংসাপত্র পেতে যে নথি বা পরিচয়পত্র চাইছে তা নিয়েই অধিকাংশ নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আধার কার্ড নিয়ে এই সমস্যা বেশি তৈরি হচ্ছে ।

বিষয়টি নিয়ে নিয়ম শিথিল করার জন্য কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) তরফে রাজ্যের কাছে আবেদন জানানো হবে বলে জানালেন মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন(Santunu Sen) । অনেক পৌরসভায় নতুন নিয়ম চালুর সঙ্গেই পুরোনো নিয়মও চালু আছে ৷ তবে কলকাতা পৌরনিগমে পুরোনো নিয়ম বন্ধ হয়ে এখন নতুন নিয়ম চালু হয়েছে । তাই নয়া নিয়মে নাগরিক হয়রানি মেটাতে সম্প্রতি অধিবেশনে পুরোনো নিয়ম চালুর দাবি করেন কাউন্সিলর তপন দাসগুপ্ত ।

জানা গিয়েছে, দীর্ঘদিন কেন্দ্রীয় পৌর ভবনে এসে এই শংসাপত্র নিতে হত নাগরিকদের । পরে আবেদন অনলাইন চ্যাট বটের মাধ্যমে করা হয় । তবে নথি যাচাই ও শংসাপত্র নিতে নিজেকে আসতে হত । নয়া নিয়ম চালু হতে এসবটাই বন্ধ হয়েছে । এখন শুধু এসে নথি যাচাই করতে হয় । আর প্রতিলিপি তুলতে টাকাও দিতে হয় না । লিঙ্ক ফোনে চলে যায় । সেই লিঙ্ক থেকে শংসাপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হয় । তবে বাধ সেধেছে বেশ কয়েক বছর পুরোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু শংসাপত্র তুলতে গিয়ে, নির্দেশ মতো তার আধার কার্ড লাগছে । কিন্তু সেই সময় আধার কার্ড শুরুই হয়নি । এমন সমস্যায় অনেকেই পড়ছেন ।

কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন

কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন বলেন, "20-30 বছর আগে আধার কার্ড ছিল না । মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরেই সচিত্র ভোটার পরিচয়পত্র হয় 1993 সালে ৷ তার আগে সকলের এসব ছিল না । ফলে এই সমস্যার কথা মাথায় রেখেই পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক একটি সংশোধনীর প্রস্তাব দিয়েছে ।"

আরও পড়ুন: Interrogation of Pavlov Super: পাভলভ সুপারকে স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, নাগরিকদের এই সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কানে পৌঁছেছে । তারপর তিনি বিষয়টি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের দেখে সমস্যা সমাধানের নির্দেশও দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.