Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Sep 22, 2021, 4:10 PM IST

Updated : Sep 22, 2021, 5:58 PM IST

hd kumaraswamy said that mamata banerjee will win bhabanipur by election in huge margin

সোমবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাঁচটি টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই বক্তব্য তুলে ধরেছেন ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর : ভবানীপুরে (Bhabanipur) অনেক বড় ব্যবধানে জয় পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর জয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷ এমনই বললেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy) ৷ সোমবার মমতার সমর্থনে পাঁচটি টুইট করেছেন তিনি৷ প্রথম টুইটেই তিনি এই বক্তব্য তুলে ধরেছেন ৷

তবে জানিয়েছেন যে এই বক্তব্য তাঁর নয় ৷ তাঁর দাবি, মমতাকে নিয়ে এই কথা বলেছেন বিজেপি (BJP) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি মনে করেন রাজীবের এই বক্তব্য নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : কলকাতা পুলিশ এখন পিসি সার্ভিস হয়ে গিয়েছে, মমতার পাড়ায় বচসার পর সুকান্ত

দ্বিতীয় টুইটে রাজীবের আরও একটি বক্তব্যকে সমর্থন করেছেন কুমারস্বামী ৷ তিনিও মনে করেন ভবানীপুরের উপ-নির্বাচনে (Bhabanipur Bye Election) বিজেপির প্রার্থী দেওয়া উচিত হয়নি ৷ কারণ, তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির হৃদস্পন্দন ৷’’

  • He has publicly expressed a view that it would have been better if the BJP had refrained from fielding its candidate in the by-poll. There is truth in what he has said. Because @MamataOfficial is not just a leader, but the real pulse and heart beat of Bengalis.2/5

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃতীয় টুইটে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্র লিখেছেন, ইতিহাস তৈরি কেউ আটকাতে পারবে ৷ আসলে মমতা এপ্রিলেই বিধানসভা নির্বাচনে 214 টি আসন জিতে ইতিহাস তৈরি করেছেন ৷ এবার তিনি (মমতা) নতুন ইতিহাস তৈরির জন্য প্রস্তুত হচ্ছেন ৷

  • Political parties should understand and also respect people’s emotions as well as democratic values. All the political parties should have co-operated in electing @MamataOfficial unopposed in the by-election by refraining from fielding any candidate against her. 4/5

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Abhishek Banerjee : আপাতত ত্রিপুরা সফর বাতিল, আদালতের নির্দেশ মেনেই পরবর্তী কর্মসূচি অভিষেকের

একই সঙ্গে জেডিএস-এর (JDS) এই নেতা অন্য রাজনৈতিক দলগুলিকে কিছু পরামর্শ দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক দলগুলির উচিত মানুষের আবেগ ও গণতান্ত্রিক নীতিকে গুরুত্ব দেওয়া ৷ সমস্ত রাজনৈতিক দলের উচিত প্রার্থী প্রত্যাহার করে মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ করে দেওয়া ৷

কুমারস্বামীর মনে করেন যে বাংলার মানুষ স্পষ্ট করে দিয়েছেন যে কার হাতে ক্ষমতা থাকা উচিত ৷ তাই বিজেপির প্রার্থী দেওয়ার মতো সংকীর্ণ মানসিকতা থেকে সরে আসা উচিত ৷ কারণ, তাঁর মতে, মানুষকে সমর্থন করার থেকে বড় গণতন্ত্র আর কিছু হয় না ৷

  • People of West Bengal have already given her a clear and decisive mandate. It is my personal view that the @BJP4India should have shun its narrowmindedness and displayed large heartedness. Because there is nothing bigger in democracy than the support of people.5/5

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Bhabanipur Bye Election : ভবানীপুরে প্রচারে বাধা, কমিশন ও থানায় অভিযোগ বিজেপির

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয় পাওয়ার পর জাতীয় রাজনীতিতে মোদি (Narendra Modi) বিরোধী মুখ হয়ে উঠেছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তাই অন্যান্য অনেক আঞ্চলিক রাজনৈতিক দল মমতার পাশে থাকতে চাইছে ৷ এই অবস্থায় ভবানীপুরের উপ-নির্বাচনের আগে মমতার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়স্তরে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিলেন কুমারস্বামী ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : দলবদল থেকে ভবানীপুর উপনির্বাচন, অকপট বিজেপির রাজ্য সভাপতি

Last Updated :Sep 22, 2021, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.