কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফি মকুব ও 18 ঊর্ধ্ব পড়ুয়াদের টিকাকরণের দাবিতে বিক্ষোভ ডিএসও-র

author img

By

Published : Jul 10, 2021, 7:38 AM IST

s

করোনা, লকডাউন ও যশ পরবর্তী পরিস্থিতিতে পড়ুয়াদের সমস্ত ফি মকুবের দাবি মানা না হলে আন্দোলন চলবে ৷ জানিয়েছেন ডিএসও সদস্যরা ৷ তাঁরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবেন ।

কলকাতা, 10 জুলাই : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি । এই অবস্থায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি মকুবের দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাল ডিএসও (DSO) কলকাতা জেলা কমিটি ৷ শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিএসও সমর্থকরা । এর পর বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেয় তারা ।

ডিএসও জেলা সম্পাদক আবু সৈয়দ বলেন, "লকডাউন ও করোনা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক দুরাবস্থার কথা সরকার স্বীকার করেছে ৷ তবু শিক্ষাক্ষেত্রে সমস্ত ধরনের ফি মকুবের কথা বলছে না । আন্দোলনের চাপে রাজ্য সরকার শুধু ফর্ম ফিলাপের ফি মকুবের কথা ঘোষণা করেছে ৷ এতে চলবে না ৷ ছাত্রসমাজের দাবি মেনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও কলেজের সমস্ত ফি মকুব করতে হবে ।"

আরও পড়ুন: ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষক পড়ুয়াদের

করোনা, লকডাউন ও যশ পরবর্তী পরিস্থিতিতে পড়ুয়াদের সমস্ত ফি মকুবের দাবি মানা না হলে আন্দোলন চলবে ৷ জানিয়েছেন ডিএসও সদস্যরা ৷ তাঁরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবেন । এছাড়াও এদিন 18 ঊর্ধ্ব পড়ুয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মীদের বিনামূল্য ভ্যাকসিন দেওয়ার দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে । চলতি সপ্তাহে সংগঠনের 'দাবি সপ্তাহ' পালন চলছে । তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.