Dilip Ghosh : তেলাঙ্গানার সঙ্গে বাংলার তুলনা প্রসঙ্গে অমিত শাহ’কে সমর্থন দিলীপের

author img

By

Published : May 15, 2022, 11:02 AM IST

Dilip Ghosh Supports Amit Shah Over Comparison Bengal with Telangana

তেলাঙ্গানায় গিয়ে বাংলার আইনশৃঙ্খলার সমালোচনা প্রসঙ্গে অমিত শাহকে সমর্থন দিলীপ ঘোষের (Dilip Ghosh Supports Amit Shah Over Comparison Bengal with Telangana) ৷ তৃণমূলের সমালোচনাকে কটাক্ষ করে বললেন, বাংলায় অপরাধ ঘটলে বদনাম হয় না ৷ আর অমিত শাহ তা দেশকে জানালে বাংলার বদনাম হয় ৷ পাশাপাশি, ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় নিয়ে শুভেন্দুর পর দিলীপ ঘোষও মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন ৷

নিউটাউন, 15 মে : আটজন মহিলা এবং 2 জন শিশুকে পুড়িয়ে মারলে বদনাম হয় না ৷ তেরো বছরের মেয়েকে গণধর্ষণ করলে বাংলার বদনাম হয় না ৷ অমিত শাহ এ নিয়ে কথা বললেই বাংলার বদনাম করা হয় ৷ বাংলার বদনাম অভিযোগে পাল্টা তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Supports Amit Shah Over Comparison Bengal with Telangana) ৷ প্রসঙ্গত, গতকাল হায়দরাবাদে একটি জনসভায় তেলাঙ্গানার আইনশৃঙ্খলা অবনতির প্রসঙ্গে বাংলার তুলনা টানেন অমিত শাহ ৷ যা নিয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ জানান হয় ৷ অভিযোগ করা হয়, অমিত শাহ দেশের কাছে বাংলার ভাবমূর্তিকে কলুষিত করছেন ৷

তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতেই এ দিন পাল্টা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন দিলীপ ঘোষ ৷ বলেন, সারা দেশের জানার প্রয়োজন কিভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে ৷ আইন কী অবস্থায় আছে ? গণতন্ত্রণের হাল কী ? তা দেশবাসীর জানা দরকার বলে জানান তিনি ৷ আর তেলাঙ্গানা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, সেখানেও টিআরএস সরকার বিজেপির উপর অত্যাচার শুরু করেছে ৷ হায়দরাবাদ পৌরনিগম ভোটে বিজেপি ভাল ফল করার পর, সেখানকার নেতৃত্বের সঙ্গে অপরাধীদের মত আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Bowbazar Metro Damage : 'বউবাজারে ফাটল বিপর্যয়ের দায় মুখ্যমন্ত্রীর', অভিযোগ শুভেন্দুর

এ দিন ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের মতপোষণ করেন দিলীপ ঘোষ ৷ জানান, বিজেপি ব্যক্তি নির্ভর দল নয় ৷ তাই সেখানে সাংগঠনিক রদবদলের মতো, প্রশাসনিক স্তরেও রদবদল হয় বলে জানান দিলীপ ৷ তাঁর কথায়, সব রাজ্যেই কখনও না কখনও সময়ের আগে মুখ্য়মন্ত্রী বদল হয়েছে ৷ তবে, তা বিজেপির ক্ষেত্রে খুবই কম বলে মনে করেন তিনি ৷ তবে এই পরিবর্তন মানুষের ক্ষোভ বা বিপ্লব দেবকে মেনে না নেওয়ার কারণে নয় বলেই দাবি তাঁর ৷ যদি তাই হত তবে, সম্প্রতি ত্রিপুরার পৌরনিগম ও পৌরসভা ভোটে বিজেপি জিততে পারত না বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন : New CM of Tripura : বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা

বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমকে একহাত নেন দিলীপ ঘোষ ৷ ফিরহাদ হাকিম বউবাজার মেট্রো বিপর্যয়ের জন্য কেএমআরসিএল এর পরিকল্পনার গাফিলতিকে দায়ী করেছেন ৷ তবে, সেই অভিযোগ খারিজ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর পাল্টা দাবি, এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বা কেএমআরসিএল দায়ী নয় ৷ এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নিম্নমানের রাজনীতি দায়ী ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর বর্তমান যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি ৷ মেট্রো রেল যে পথে রূপরেখা তৈরি করেছিল, তা মুখ্যমন্ত্রী বদলেছেন বলে অভিযোগ করেন দিলীপ ৷ আর সেই কারণেই সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

আর কেএমআরসিএল এর পরিকল্পনার সমালোচনা প্রসঙ্গে পাল্টা ফিরহাদ হাকিমকে বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, মেয়র হয়ে যিনি শহরের জমা জল নামাতে পারেন না ৷ শহরে ঠিক মতো বিদ্যুৎ পরিষেবা দিতে পারেন না, তাঁর এত বড়বড় কথা বলা সাজে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.