Dilip Ghosh on Tripura : ত্রিপুরায় তৃণমূলকে কেউ চেনেই না, তাহলে হামলা হবে কেন, প্রশ্ন দিলীপের

author img

By

Published : Nov 21, 2021, 3:51 PM IST

dilip ghosh denies attack on tmc in tripura

পৌরভোটের আগে ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছে তারা ৷ দাবি তৃণমূল কংগ্রেসের ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য হল, ‘‘ত্রিপুরায় তৃণমূলকে কেউ চেনেই না ৷ তাহলে হামলা করবে কেন ? পাশ দিয়ে দু’টো বাইক গেলেই কি হামলা হয়ে যায় ?’’

কলকাতা, 21 নভেম্বর : ‘‘ত্রিপুরায় তৃণমূলকে কেউ চেনেই না ৷ তাহলে হামলা করবে কেন ? পাশ দিয়ে দু’টো বাইক গেলেই কি হামলা হয়ে যায় ?’’ ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে এমনই জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর ক’দিন পরই ত্রিপুরায় পৌরভোট অনুষ্ঠিত হবে ৷ ঘোষণা মাফিক এই নির্বাচনে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তারই প্রচারে ত্রিপুরায় গিয়েছেন সায়নী ঘোষ (Sayoni Ghosh), বাবুল সুপ্রিয়রা (Babul Supriyo) ৷ সেই কর্মসূচিতেই বিজেপি হামলা চালায় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Dilip Ghosh : দিলীপের নিশানায় অর্পণা-বাবুল, দলীয় বিধায়ককে ধমকে মমতাকে কটাক্ষ

দিলীপের মতে, এসবই ভিত্তিহীন অভিযোগ ৷ ত্রিপুরায় তৃণমূলের কোনও পরিচিতিই নেই ৷ তাই তৃণমূলের কোনও কর্মসূচিতে হামলা চালানোরও প্রশ্ন ওঠে না ৷ দিলীপের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে বিরোধীদের কোনও রাজনৈতিক কর্মসূচি করতে দেয় না তৃণমূল ৷ কেউ সভা, মিছিল করলে অনুমতি দেওয়া হয় না ৷ মাইকের তার কেটে দেওয়া হয় ৷ এসবই তৃণমূলের নেতানেত্রীদের মাথায় রয়ে গিয়েছে ৷ তাই ত্রিপুরায় গিয়েও তাঁরা ভাবছেন, তাঁদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে ৷ আদতে এমন কিছু হয়নি ৷

আরও পড়ুন : Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের

এছাড়া, ক্যানিংয়ে তৃণমূল যুবনেতার উপর গুলিচালনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷’’ শনিবার থেকেই সৌমিত্র খাঁয়ের একটি ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে বাজার গরম ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ জানান, এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে তা যেন সরাসরি সৌমিত্রকে ফোন করেই জেনে নেওয়া হয় ৷ প্রসঙ্গত, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের সঙ্গে দিলীপের সম্পর্ক এমন কিছু মধুর নয় ৷ দলীয় সূত্রের দাবি, মুকুল রায়ের প্রভাবেই একটা সময় পদ পেয়েছিলেন সৌমিত্র ৷ তাতে দিলীপের সায় ছিল না ৷ এমনকী, জেলা স্তরে পদাধিকারী নির্বাচন নিয়ে অতীতে সংঘাতেও জড়িয়েছিলেন দিলীপ ও সৌমিত্র ৷ একটা সময় যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন বলেও ঘোষণা করেছিলেন সৌমিত্র ৷ পরে অবশ্য সেসব মিটে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.