Mamata Banerjee On Gangasagar Mela: আরটি-পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগরে প্রবেশ নয়: মুখ্যমন্ত্রী

author img

By

Published : Jan 12, 2022, 5:09 PM IST

Mamata Banerjee On Gangasagar Mela

আরটি-পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগরে প্রবেশ করা যাবে না ৷ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee On Gangasagar Mela) ৷

কলকাতা, 12 জানুয়ারি: রাজ্যে আর কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা শুরু হবে ৷ আদালতের নির্দেশ মেনে কোভিডবিধি মেনে মেলার আয়োজন করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ এবার গঙ্গাসাগর মেলা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Gangasagar Mela) ৷ আরটি-পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগরে প্রবেশ নয় এই মর্মে গঙ্গাসাগর মেলাতে আগত তীর্থযাত্রীদের প্রতি বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ দুপুরে বাবুঘাটে আসেন মুখ্যমন্ত্রী ৷ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই মেলা হচ্ছে তাই মেলাতে সমাগম নিয়ে কড়াকড়ি করতেই হবে। আরটি -পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগর মেলাতে প্রবেশ করা যাবে না। এছাড়াও মেলা প্রাঙ্গণে সবার ডবল মাস্ক পরে থাকা একান্তই জরুরি। সবাইকে বলছি কোর্টের নির্দেশ মেনে চলুন ৷ "

আরও পড়ুন: 'আমার ঘর, আমার অধিকার', বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় নয়া স্লোগান তৃণমূলের

বাবুঘাটে উপস্থিত প্রশাসনিক কর্তাদের তিনি বলেন, "গঙ্গাসাগরে স্নানের জন্য যেন একসঙ্গে বেশি লোককে পাঠানো না হয়। হাইকোর্টের কড়া নির্দেশ আছে। বেশি ভিড় করা যাবে না। তাই বেশি লোক পাঠানো যাবে না।" কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই কোভিড পরিস্থিতিতে ভারত সেবাশ্রমের মত অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই এবার গঙ্গাসাগর মেলাতে নিজেদের স্বেচ্ছাসেবক পাঠাতে পারেনি। অনেকেই অনেক কথা বলেন কিন্তু কাউকে যদি বলি যে ভাই গঙ্গাসাগর মেলাতে গিয়ে স্বেচ্ছাসেবকের কাজ কর তখন কেউই এগিয়ে আসবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.