Kolkata Police Cyber Crime : এবার সাইবার দস্যুদের কবলে স্বয়ং কলকাতা পুলিশের কনস্টেবল

author img

By

Published : Nov 20, 2021, 4:09 PM IST

Updated : Nov 20, 2021, 4:54 PM IST

Cyber Hacking

সাইবার হ্যাকারদের (Cyber Hacker) নির্দেশ মেনে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে টাকা খোয়ালেন কলকাতা পুলিশের কনস্টেবল (Kolkata Police Constable) ৷

কলকাতা, 20 নভেম্বর : ওটিপি ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও 20 হাজার টাকা (Constable loses money without OTP) । এবার সাইবার দস্যুদের কবলে খোদ কলকাতা পুলিশের এক কনস্টেবল । তাঁর নাম সুধাংশু দাস । জানা গিয়েছে, তিনি ট্রাফিক বিভাগের কর্মী ৷

অভিযোগ, গত শুক্রবার সকালে তাঁর কাছে একটি ফোন আসে । ফোনে সুধাংশুবাবুকে জানানো হয়, তারা ব্যাঙ্কের কাস্টমার কেয়ার (Bank Customer Care) থেকে কথা বলছে । তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটের (Bank Account Update) জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলা হয় তাঁর মোবাইলে । সেই মতো ফোনের প্লে স্টোরে গিয়ে পুলিশ কর্মী ওই সফটওয়্যারটি ডাউনলোড করেন ।

আরও পড়ুন : Cyber Crime: পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের

এরপরের ধাপে তাঁকে ফোন করে ওই সংশ্লিষ্ট সফটওয়্যারটিতে ঢোকার পরামর্শ দেওয়া হয় । কনস্টেবল সুধাংশু সেই নির্দেশিকা মেনে ওই সফটওয়্যারে ঢুকে একটি লিঙ্ক পান (Link) । ফোনের ওপার থেকে লিঙ্কে ক্লিক করার কথা জানানো হয় তাঁকে । তিনি ওই সফটওয়্যার লিঙ্কে ক্লিক করতেই ফোন কেটে যায় ।

এরপর একাধিক বার সেই নম্বরে ফোন করলেও যারা সুধাংশুবাবুকে ফোন করেছিল, তারা কেউ ফোন ধরেনি । এবার আরও চমকের পালা ৷ তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন সেখান থেকে 20 হাজার টাকা উধাও হয়ে গিয়েছে ।

অভিযোগ, ওই কনস্টেবলের ফোনটি হ্যাক (Phone Hacking) করে নিয়েছিল সাইবার হ্যাকাররা (Cyber Hacker) । এই ঘটনায় সুধাংশু দাস রাজ্য পুলিশের সিআইডিতে (CID) একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সিআইডি সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর এই তদন্তভার সিআইডির সাইবার সেলের (Cyber Cell) কাছে রেফার করা হয়েছে । গোটা ঘটনায় কলকাতা পুলিশের কোনও আধিকারিক মুখ খুলতে চাননি । এমনকি অভিযোগকারী কনস্টেবল সুধাংশু দাসের সঙ্গেও যোগাযোগ করতে গেলে তিনি এ প্রসঙ্গে কোনও তথ্য জানাতে রাজি হননি ।

Last Updated :Nov 20, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.