Agitation of Primary Job Seekers: প্রাথমিকের চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

author img

By

Published : Jun 22, 2022, 5:52 PM IST

Clashes Between 2014 TET Pass Primary Job Seekers and Police in Saltlake

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিধাননগরে এপিসি ভবন অভিযানে ধুন্ধুমার (Clashes Between 2014 TET Pass Primary Job Seekers and Police in Saltlake) ৷ মিছিল শুরুর আগেই বিক্ষোভকারীদের আটক করল পুলিশ ৷ আর সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের ৷

বিধাননগর, 22 জুন: 2014 সালের প্রাথমিক টেট পাশ করে এবং ট্রেনিং নিয়েও যাঁরা নিয়োগপত্র পাননি, তাঁদের আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার বিধানননগরে (Clashes Between 2014 TET Pass Primary Job Seekers and Police in Saltlake) ৷ এ দিন বিধাননগরের এপিসি ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল (Agitation of Primary Job Seekers) ৷ কিন্তু, এ দিন তাঁদের কর্মসূচি শুরুর আগেই পুলিশ সকলকে তুলে নিয়ে যায় ৷ কিন্তু, পুলিশ চাকরিপ্রার্থীদের তুলতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷

চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা মিছিল শুরু করার আগেই পুলিশ তাঁদের আটক করতে শুরু করে ৷ এ দিন সল্টলেক সেক্টর ফাইভ এবং করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে চাকরিপ্রার্থীরা জমায়েত করে ৷ সেখান থেকে মিছিল করে এপিসি ভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, পুলিশ তাঁদের মিছিল শুরুর আগেই তাঁদের পুলিশ আটক করতে যায় ৷ সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

আরও পড়ুন: Jalpaiguri Online Exam : বই খুলে অনলাইনে পরীক্ষা ! বইতে উত্তর খুঁজে না-পেয়ে বিরক্ত ছাত্রছাত্রীরা

এ দিন কয়েকজন চাকরিপ্রার্থীকে পুলিশের পা ধরে কাঁদতে দেখা যায় ৷ সেই সময় তাঁদের কার্যত টেনে হিঁচড়ে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ আন্দোলকারী চাকরিপ্রার্থীদের ৷ তবে, পুলিশের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীরা মিছিল বা জমায়েতের অনুমতি নেননি ৷ অবৈধভাবে জমায়েত করায় তাঁদের আটক করতে হয়েছে ৷ তবে, কতজনকে আটক করা হয়েছে, তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি ৷ তবে, এই ঘটনায় করুণাময়ী এবং সেক্টর ফাইভে ব্যাপক যানজট তৈরি হয় ৷ এ দিন এপিসি ভবনের সামনেও পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.