Recruitment Scam: গারদেই কাটবে পুজো, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল হেফাজতেই শান্তিপ্রসাদ

author img

By

Published : Sep 22, 2022, 4:02 PM IST

Updated : Sep 22, 2022, 9:17 PM IST

Etv Bharat

10 অগস্ট থেকে সিবিআই হেফাজতে রয়েছেন এসপি সিনহা (SP Sinha) ৷ পরে গ্রেফতার হন প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহ ৷ বৃহস্পতিবার সিবিআই'য়ের বিশেষ আদালত জানিয়ে দিল, 5 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তাঁরা (Jail Custody for SP Sinha in Recruitment Scam) ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ (Jail Custody for SP Sinha) । 5 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন এসপি সিনহা-সহ আরও দুই অভিযুক্ত । গ্রেফতার দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহকেও ওই দিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত (Jail Custody for SP Sinha in Recruitment Scam) ।

এদিন সিবিআইয়ের তদন্তকারী অফিসার আদালতে বলেন, "প্রদীপের কম্পিউটার থেকে অযোগ্য প্রার্থীদের লিস্ট পাওয়া গিয়েছে । এই অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত প্রদীপ ও প্রসন্ন । লিস্ট বানিয়ে এসপি সিনহা ও আরও আধিকারিকদের কাছে পাঠানো হত । ক্যাশ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হত । টাকা নিত প্রসন্ন ও প্রদীপ । ইতিমধ্যে বেশকিছু অযোগ্য প্রার্থীদের নিয়োগ পত্র ও অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন: এবার জেলেই পুজো কাটবে পার্থ-কল্যাণের

শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত বলেন, "আমরা প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করছি । সেই কারণেই জামিনের আবেদন করেছিলাম । পাশাপাশি বয়সজনিত চিকিৎসার আবেদনও জানিয়েছিলাম । আদালত আমাদের শুধুমাত্র যথাযথ চিকিৎসার বিষয়ে নির্দেশ দিয়েছে সিবিআইকে । সিবিআইয়ের বক্তব্য, এখানে যেহেতু বৃহত্তর ষড়যন্ত্র জড়িত তাই জিজ্ঞাসাবাদে আরও সময় দিতে হবে । তাতে বিচারকও সন্মতি দিয়েছেন ।"

Last Updated :Sep 22, 2022, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.