SSC Recruitment Scam: এবার জেলেই পুজো কাটবে পার্থ-কল্যাণের

author img

By

Published : Sep 21, 2022, 4:07 PM IST

Updated : Sep 21, 2022, 5:56 PM IST

CBI Lawyer opposes Bail Plea of Partha Chatterjee and Kalyanmoy Ganguly in SSC Recruitment Scam case

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্রোপাধ্যায় (Partha Chatterjee) ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের (Kalyanmoy Ganguly) জামিনের তীব্র বিরোধিতা করল সিবিআই ৷ জানাল, তদন্তে সহযোগিতা করছেন না এই দুই প্রভাবশালী ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের (Kalyanmoy Ganguly) জামিনের আবেদনের বিরোধিতা করলেন সিবিআই-এর আইনজীবী ৷ তাঁর বক্তব্য, ধৃতদের সিবিআই হেফাজত না-দেওয়া হলেও অন্তত জেল হেফাজতে পাঠানো হোক ৷ বুধবার আলিপুর আদালতের (Alipore Judges Court) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) এই আবেদন করা হয় ৷

এদিন সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, ইতিমধ্যেই এই মামলায় এসপি সিনহা, অশোককুমার সাহাকে যুক্ত করা হয়েছে ৷ এঁরা বর্তমানে হেফাজতে রয়েছেন ৷ সকলেই দুর্নীতিতে অভিযুক্ত ৷ আজ আমি পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও আরও কিছুদিনের জন্য হেফাজতে পাঠানোর আবেদন করছি ৷ দুর্নীতিদমন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হলেও পরবর্তীতে আরও কয়েকটি ধারা যোগ করা হয় ৷ কারণ, ধৃতদের প্রত্যেককে জেরা করে নানা তথ্য উঠে আসছে ৷ তার জেরেই অন্যান্য ধারা যুক্ত করা হয়েছে ৷ কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সেভাবে সাহায্য করছেন না ৷ তাই তাঁদের সঙ্গে আরও কথা বলা দরকার ৷ এছাড়া, বাকি দু'জন যাঁরা জেল হেফাজতে রয়েছেন, তাঁদেরও যাতে সংশোধনাগারে গিয়েই জেরা করা যায়, আদালতের কাছে সেই অনুমতিও চাইছি ৷

আরও পড়ুন: অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে এসএসসি'কে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সিবিআই-এর আইনজীবী এদিন মূলত দু'টি আবেদন পেশ করেন ৷ প্রথমত, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আবারও হেফাজতে পাঠানো হোক ৷ এবং দ্বিতীয়ত, এস পি সিনহা, অশোককুমার সাহার বিচার বিভাগীয় বা জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হোক ৷ ধৃতদের একজনকেও জামিন দিলে তাঁরা তদন্তকে প্রভাবিত করতে তথ্যপ্রমাণ লোপাট করে দিতে পারেন, এমন আশংকাও প্রকাশ করেছেন সিবিআই-এর আইনজীবী ৷

অন্যদিকে, এস পি সিনহার আইনজীবী বলেন, 10 অগস্ট থেকে তাঁর মক্কেল হেফাজতে রয়েছেন ৷ তদন্তে তিনি সবরকম সহযোগিতা করছেন ৷ বাগ কমিটির রিপোর্টের ক্ষেত্রেও সাহায্য করেছেন তিনি ৷ তাঁর যথেষ্ট বয়স হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভুল ধারা প্রয়োগ করা হচ্ছে ৷ তাই তাঁকে অবিলম্বে জামিন দেওয়া হোক ৷

অশোক সাহার আইনজীবী বলেন, সংশ্লিষ্ট মামলার এফআইয়ার করা হয়েছিল গত 25 মে ৷ অশোকের বিরুদ্ধ ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল ৷ অথচ, তদন্তকারী সংস্থা বলছে, এই ঘটনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেননি ৷ বাগ কমিটির রিপোর্টেও তাঁর নাম নেই ৷ একথা শুনে বিচারক প্রশ্ন করেন, "আপনি বাগ কমিটির রিপোর্ট কোথায় পেলেন ?" জবাবে অশোক সাহার আইনজীবী বলেন, "আমি শুনেছি ৷" তিনি জানান, তাঁর মক্কেল 2016 সালে এসএসসি-এর সহকারী সচিব ছিলেন ৷ সংশ্লিষ্ট দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা নেই ৷ উপরন্তু, তিনি সর্বত্রই তদন্তকারী সংস্থাকে সাহায্য করেছেন ৷ তাই তাঁকে জামিন দেওয়া হোক ৷

আর পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী সেলিম রহমানের বক্তব্য ছিল, গ্রুপ সিতে নিয়োগ হয় 2019 সালে ৷ তখন পার্থ শিক্ষামন্ত্রী ছিলেন না ৷ অথচ সিবিআই তাঁকেই টার্গেট করছে ৷ তিনি পাঁচদিন সিবিআই হেফাজতে আছেন ৷ সেটাই যথেষ্ট ৷ আর হেফাজতে থাকার কোনও প্রয়োজন নেই ৷ তাই পার্থকেও জামিন দেওয়া হোক ৷ পালটা সিবিআই-এর আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রয়োজনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে পারে আদালত ৷ কিন্তু, তাঁদের জামিন মঞ্জুর করা যাবে না ৷ কারণ, তাঁরা অত্যন্ত প্রভাবশালী ৷ তবে, সেক্ষেত্রে সিবিআই গোয়েন্দারা যাতে জেলে গিয়েই তাঁদের জেরা করতে পারেন, আদলতকে সেই অনুমতি দেওয়ারও আবেদন জানান আইনজীবী ৷

এর বিরোধিতা করে পার্থর আইনজীবী বলেন, মন্ত্রী মানেই দফতরের সবকিছুর সঙ্গে তাঁর যোগাযোগ থাকবে ? রেললাইনে গন্ডগোল হলে কি রেলমন্ত্রী যুক্ত হন ? রাস্তায় দুর্ঘটনা ঘটলেই কি পরিবহণমন্ত্রী তাতে জড়িত থাকেন ? সিবিআই-এর আবেদন শিশুসুলভ ৷

Last Updated :Sep 21, 2022, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.