SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

author img

By

Published : Sep 19, 2022, 3:46 PM IST

Updated : Sep 19, 2022, 5:43 PM IST

SSC Recruitment Scam

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই (CBI arrests Subires Bhattacharya) ৷ তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর:এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই (CBI arrests Subires Bhattacharya) ৷ বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেও, এর আগে তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন ৷ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়,কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ৷ এবার গ্রেফতার হলেন সুবীরেশ ভট্টাচার্য ৷

সোমবার সকালে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায় সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে যান সিবিআই'য়ের তদন্তকারীরা ৷ দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা গিয়েছে, তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় এদিন তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি'র চেয়ারম্যান পদে ছিলেন তিনি ৷ সেই সময় দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ এরপর তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হন ৷ এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে একাধিকবার জেরায় সুবীরেশ ভট্টাচার্যের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর (former SSC Chairman Subires Bhattacharya) ।

আরও পড়ুন: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

গ্রেফতারির পর এদিন সুবীরেশ ভট্টাচার্যকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হতে পারে ৷ শারীরিক পরীক্ষার পর সেখানে তাঁকে এদিন আরেক দফা জেরাও করতে পারেন তদন্তকারীরা ৷ এর আগেও উত্তরবঙ্গে গিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । তারপর সুবীরেশ ভট্টাচার্য সপরিবারে কলকাতায় চলে আসেন । এর আগে তাঁর বাঁশদ্রোণীর বাড়ি সিল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার হলেন ৷ এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বাগ কমিটির রিপোর্টেও নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের ৷ যদিও এসএসসি প্রাক্তন চেয়ারম্যান ইতিমধ্যেই দাবি করেছেন তাঁর আমলে নিয়োগে কোনও দুর্নীতি হয়নি ৷ দুর্নীতির অভিযোগে একজন উপাচার্যের এই গ্রেফতারির ঘটনা লজ্জার বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Last Updated :Sep 19, 2022, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.