HC Summons SSC Chairman: ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

author img

By

Published : Jun 22, 2022, 1:45 PM IST

Calcutta High Court summons SSC Chairman again in recruitment scam case

ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তলব করল কলকাতা হাইকোর্ট (HC Summons SSC Chairman)৷ বৃহস্পতিবার সকালে তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে (Calcutta High Court summons SSC Chairman)৷

কলকাতা, 22 জুন: একের পর এক সিবিআই তদন্তের নির্দেশে জেরবার স্কুল সার্ভিস কমিশন (HC Summons SSC Chairman)। তার মধ্যেই ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা । আগামিকাল সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে হাইকোর্ট (Calcutta High Court summons SSC Chairman)।

2016 সালের ভুগোল-সহ অন্যান্য বিষয়ে র‍্যাঙ্কের নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে । 7 জুন এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । নিচের দিকে র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও কী করে প্রার্থীদের নিযুক্ত করা হয়েছিল, তা জানতে চায় আদালত ৷

আরও পড়ুন: Primary and SSC recruitment scam: প্রাথমিক-উচ্চপ্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব তদন্ত করবে সিবিআই-এর সিট

এ দিন স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা রুম রয়েছে সিবিআইয়ের হাতে । সেই কারণে সার্ভিস কমিশন কিছু করতে পারেনি । তখন বিচারপতি মান্থা জানতে চান, স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের কাছে ডেটারুম ব্যবহারের কোনও আবেদন করেছিল কি না । কিন্তু কমিশন এ ব্যপারে সদুত্তর না দেওয়ায় বিচারপতি চেয়ারম্যানকে তলব করেছেন ৷

তন্ময় সিনহা-সহ অন্যান্যরা এই মামলা দায়ের করেছেন হাইকোর্টে ৷ তাঁদের ওয়েট লিস্টে নাম ছিল । প্রাপ্ত নম্বর প্রকাশ করার দাবি জানিয়েছেন মামলাকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.