Calcutta High Court : রঘুনাথপুরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজে স্থগিতাদেশ হাইকোর্টের

author img

By

Published : Sep 17, 2021, 6:06 PM IST

calcutta high court gave stay order on a project of west bengal power development corporation in purulia

পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকে 1963-66 সালে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রচুর জমি নেয় বিদ্যুৎ প্রকল্পের জন্য । কিন্তু সেই প্রকল্প এতদিনেও বাস্তবায়িত হয়নি । অভিযোগ, এখন হঠাৎ করে সেই জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে লোকজনকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : পুরুলিয়ার রঘুনাথপুরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন আজ । আগামী 17 নভেম্বর পর্যন্ত ওই প্রকল্পের কাজের উপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন : Manik Bhattacharya : স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির, আপাতত দিতে হবে না জরিমানার টাকা

পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকে 1963-66 সালে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রচুর জমি নেয় বিদ্যুৎ প্রকল্পের জন্য । কিন্তু সেই প্রকল্প এতদিনেও বাস্তবায়িত হয়নি । স্বাভাবিক ভাবে জমির মালিক ছিলেন যাঁরা, তাঁরা ওখানে বসবাস করছিলেন । কৃষি কাজ করতেন ।

অভিযোগ, এখন হঠাৎ করে সেই জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে লোকজনকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে । জমির মিউটেশন করিয়ে নেওয়া হচ্ছে জোর করে । এর বিরুদ্ধে ওখানে আন্দোলনও সংগঠিত হয় । কিছু জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়াও হচ্ছে ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দা পরীক্ষিত মাহাতো-সহ আরও অনেকে ।

আরও পড়ুন : Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রেশন ডিলাররা

আজ, শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলাকারীদের তরফে আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ী বলেন, "সরকার ওই এলাকায় জমি অধিগ্রহণ করেনি । জমি গ্রহণ করেছিল । তার মানে কিছু বছর পর ওই জমির উপর সংস্থার অধিকার না থাকারই কথা । কিন্তু 50 বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর যাঁদের জমি, তাঁদেরকেই জোর করে উৎখাত করা শুরু হয়েছে এখন ।"

এরপরই বিচারপতি রাজ্যের কাছে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন আজ । এবং আপাতত প্রকল্পের কাজের ওপর স্থগিতাদেশ জারি করলেন তিনি । 17 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে । 17 নভেম্বর ফের মামলার শুনানি ।

আরও পড়ুন : Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.