Rajya Sabha Elections : রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজ্যসভায় বিজেপির শক্তিক্ষয়ের সম্ভাবনা, বাড়বে বিরোধী আসন !

author img

By

Published : May 13, 2022, 5:42 PM IST

BJP is Likely to Lose Power in The Rajya Sabha Elections in June

জুনে রাজ্যসভা নির্বাচনের পরেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন ৷ আর এই রাজ্যসভা নির্বাচনে শাসক বিজেপির শক্তি ক্ষয় হওয়ার সম্ভাবনা প্রবল (BJP is Likely to Lose Power in The Rajya Sabha Elections in June) ৷ কারণ, একাধিক রাজ্যে ক্ষমতায় থাকা কেন্দ্রের বিরোধী দলগুলি রাজ্যসভায় তাঁদের সাংসদদের নাম মনোনীত করবে ৷ ফলে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যার প্রভাব সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে পড়ার সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা, 13 মে : রাষ্ট্রপতি নির্বাচনের আগে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে জুনের রাজ্যসভা নির্বাচন ৷ যদিও, খাতায়-কলমে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের স্বীকৃত রাজনৈতিক দলগুলির তেমন কোনও ভূমিকা নেই ৷ কারণ আগামী 10 জুন যে রাজ্যসভা নির্বাচন হতে চলেছে, সেখানে এই রাজ্যের কোন রাজ্যসভার সংসদের মেয়াদ শেষ হচ্ছে না ৷ তবে, কেন্দ্রের শাসক দল বিজেপির জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কারণ, কয়েকদিন আগেই রাজ্যসভায় সেঞ্চুরি পার করা বিজেপির 10 জুনের পর আবার একশোর নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে (BJP is Likely to Lose Power in The Rajya Sabha Elections in June) ৷

ভারতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের জুন-অগস্ট মাসে রাজ্যসভার যে 57টি আসন খালি হচ্ছে, সেগুলির জন্য ভোট হবে 10 জুন। এই 57টি আসনের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 11টি এবং মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 6টি করে আসন ৷ এ ছাড়া, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, কর্নাটক, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, বিহার এবং ঝাড়খণ্ডেও ভোট রয়েছে জুনে ৷

তাৎপর্যপূর্ণ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রের শাসকদল বিজেপির তুলনায় অপেক্ষাকৃত আসন বাড়ার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেসের ৷ যেহেতু এই মুহূর্তে মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি একজোট হয়ে লড়াই করছে, সে ক্ষেত্রে সেখানে বিশেষ লাভ হবে না মনে করছে রাজনৈতিক মহল ৷ আর তাতেই শঙ্কা বাড়ছে বিজেপির ৷

আরও পড়ুন : Sushmita Dev : রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

দেশে যখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর আলোচনা ৷ সেই সময় পশ্চিমবঙ্গের নির্বাচন না থাকলেও, রাজ্য বিজেপির রাজ্যসভার প্রতিনিধিদের নিয়ে আলোচনা চলছে ৷ কারণ, শীঘ্রই মেয়াদ শেষ হতে চলেছে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যের দুই বিজেপি সাংসদের মেয়াদ ৷ এর মধ্যে অবশ্যই একজন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং অন্যজন স্বপন দাশগুপ্ত ৷ ইতিমধ্যেই এই দুই আসনে কাদের বিজেপি রাজ্যসভায় পাঠাবে তা নিয়ে আলোচনা চলছে ৷ সে ক্ষেত্রে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার থেকে ডোনা গঙ্গোপাধ্যায় অথবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একজনের যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে ৷ দ্বিতীয় ব্যক্তি হিসাবে আবারও স্বপন দাশগুপ্তের শিঁকে ছিড়তে পারে বলে খবর ৷

আরও পড়ুন : Sushmita Dev : রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মমতাকে কুর্নিশ সুস্মিতার

কিন্তু, এখানে সেভাবে লাভের অংক দেখা যাচ্ছে না রাজ্য বিজেপির জন্য ৷ বাংলা থেকে রাজ্যসভার সাংসদের মধ্যে শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, প্রদীপ ভট্টাচার্য, ডেরেক ও'ব্রায়েনদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৷ সেক্ষেত্রে আগামী বছর রাজ্য থেকে একজন রাজ্যসভার সাংসদ পেতে পারে বিজেপি ৷ তবে, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির জন্য কোনও সম্ভাবনা রয়েছে বলে মনে করছে না রাজনৈতিক মহল ৷

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির এই শক্তিক্ষয় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেছেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচন বিরোধীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এখানে বিজেপির শক্তিক্ষয় বিরোধীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে ৷ যদিও জুনে যে রাজ্যসভার নির্বাচন রয়েছে, তাতে সরাসরি পশ্চিমবঙ্গের কোন যোগ নেই ৷ কিন্তু, জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী লড়াইয়ে আমরা সকলেই এক সঙ্গে লড়াই করছি ৷ সেই জায়গা থেকে এই লড়াই ভীষণ গুরুত্বপূর্ণ ৷ যদিও এই সংখ্যার উপর ভিত্তি করে এখনই জয় পরাজয় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না ৷ তবে, বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই রাজ্যসভা নির্বাচন গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.