Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

author img

By

Published : Sep 12, 2021, 5:04 PM IST

Bhabanipur By Election Firhad Hakim did Election Campagin for Mamata Banerjee

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম ৷ চেতলা সংলগ্ন আলিপুর রোড এলাকায় প্রচার করলেন ফিরহাদ ৷ যে প্রচারে ‘ভবানীপুরের ঘরের মেয়ে’ স্লোগান তুললেন তিনি ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর হয়ে রবিবাসরীয় প্রচারে আলিপুরের অলিতে গলিতে ঘুরলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ ভবানীপুরে তৃণমূল নেত্রীর জয় সুনিশ্চিত করতে দিদির দূত হয়ে মানুষের দরজায় পৌঁছে গেলেন ফিরহাদ ৷ ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড মার্জিনে জেতানোর চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল ৷ আর তাই ভবানীপুরে মমতার হয়ে রবিবাসরীয় প্রচারে নামলেন ফিরহাদ হাকিম ৷ আর সেই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভবানীপুরের ঘরের মেয়ে’ বলে উল্লেখ করলেন তিনি ৷

আজ ভবানীপুরে তৃণমূল নেত্রীর বার্তা দেওয়া লিফলেট বিলি করতে দেখা যায় ফিরহাদ এবং দলীয় কর্মীদের ৷ উপনির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর জয় নিয়ে ফিরহাদ আশাবাদী ৷ তিনি বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ নিশ্চিত ৷ কিন্তু, সেই জয়ের রেকর্ড চাই ৷ এটা শুধু একটা নির্বাচন নয় ৷ বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে ৷’’ আর বিজেপিকে এই যোগ্য জবাব দিতে ভোটদানের হার বাড়ানোই সবচেয়ে বড় লক্ষ্য তৃণমূল শীর্ষনেতৃত্বের ৷ ভোটদানের হার বাড়লেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়বে বলে মত তৃণমূলের ৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ঘুরে সেই বার্তাই দিলেন ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

রবিবার চেতলার দুর্গাপুর ব্রিজ সংলগ্ন আলিপুর রোড এলাকায় প্রচার করেন ফিরহাদ হাকিম ৷ আলিপুর ফিরহাদ হাকিমের নিজের গড় ৷ এই এলাকার প্রতিটা প্রান্ত হাতের তালুর মতো চেনেন তৃণমূল নেতা ৷ তাই ফিরহাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে দেখে সাধারণ মানুষ কোথাও তাঁর গলায় পরিয়ে দিয়েছে ফুলের মালা ৷ কোথাও এগিয়ে দিয়েছে জল ৷ কোথাও আবার এসেছে সেলফির আবদার ৷ আর রাজ্যের মন্ত্রী এদিন সকলের কাছে ছিলেন অবারিত ৷ তবে একটাই আবেদন রেখেছেন তিনি, ভবানীপুরের ঘরের মেয়ে মমতাকে রেকর্ড মার্জিনে জেতাতে হবে ৷ তার জন্য সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের আবেদন করেছেন ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

প্রসঙ্গত, যে কোনও নির্বাচনেই ভবানীপুর বিধানসভায় ভোটের হার তুলনানমূলকভাবে কম থাকে ৷ উপনির্বাচনে যা আরও কমে যায় ৷ তার উপর এবার ছুটির দিনের বদলে কাজের দিনে নির্বাচন হচ্ছে ৷ এই অবস্থায় যতটা সম্ভব ভোটারদের বুথমুখী করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে ৷ কারণ, প্রথমে সহজ জয় হিসেবে মনে হলেও, বিজেপি শেষ মুহূর্তে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো কঠিন প্রতিপক্ষকে মমতার সামনে দাঁড়ি করিয়ে দিয়েছে ৷ যা কিছুটা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চ্যালেঞ্জিং ৷ কারণ, ভবানীপুরের অবাঙালি ভোট টানার সবরকম চেষ্টা করবেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

আরও পড়ুন : Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !

যদিও, বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় 28 হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন ৷ কিন্তু, সেখানে শোভনদেবের প্রতিপক্ষ ছিলেন অভিনেতা থেকে নেতা হওয়া রুদ্রনীল ঘোষ ৷ যাঁর গ্রহণযোগ্যতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল ৷ কিন্তু, সাধারণ মানুষের মধ্যে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের গ্রহণযোগ্যতা রয়েছে ৷ বিশেষ করে ভোট পরবর্তী হিংসার মামলায় বিজেপির হয়ে কলকাতা হাইকোর্টে মামলার মুখ্য আইনজীবী তিনিই ৷

তবে, প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে এদিন বাচ্চা মেয়ে বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম ৷ এদিন ফিরহাদ বলেছেন, ‘‘কেন প্রধানমন্ত্রী, অমিত শাহ’রা আসছেন না ভবানীপুরে ? নির্বাচনের আগেই কি হার মেনে নিয়েছে বিজেপি ? নন্দীগ্রামে রিগিং ও বুথ দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে ৷ উপনির্বাচনে ভবানীপুরের মানুষ, তাঁর নিজের মেয়ের হয়ে এই অন্যায়ের জবাব দেবে ৷ তাই বিরোধী প্রার্থীর জন্য শুভেচ্ছা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত ৷’’ তবে লড়াইয়ের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমানে টক্কর দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.