Firhad on Den 3: চিন্তা বাড়াচ্ছে ডেন 3 ! সিঙ্গাপুর থেকে চিকিৎসা পদ্ধতি এনে রাজ্যগুলিকে দিক কেন্দ্র, আর্জি ফিরহাদের

author img

By

Published : Sep 16, 2022, 2:54 PM IST

Updated : Sep 16, 2022, 6:40 PM IST

Bengal Govt appeals to centre to hire treatment protocol for Den 3 from Singapore

চিন্তা বাড়াচ্ছে ডেন 3 (Firhad on Den 3)! সিঙ্গাপুর থেকে চিকিৎসা পদ্ধতি এনে রাজ্যগুলিকে দেওয়ার জন্য তাই কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজ্য সরকার (hire treatment protocol for Den 3)৷ এ কথা জানালেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: ডেঙ্গির সঙ্গে বন্ধুত্ব করেছে করোনা ! বদলে যাচ্ছে ডেঙ্গির চরিত্র (Hire treatment protocol for Den 3)। নতুন নতুন উপসর্গ ধরা পড়ছে রোজ । আর তাতেই উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইসঙ্গে ডেন 3 নিয়েও চিন্তা বাড়ছে বলে জানালেন পৌরমন্ত্রী ৷

তিনি জানালেন, এই মুহূর্তে ভারতে ডেন 3-এর কোনও চিকিৎসা নেই । এ বিষয়ে যেটুকু কাজ করার তা করেছে সিঙ্গাপুর ৷ আর তাই কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইছেন ফিরহাদ । তিনি চান, ডেন 3-এর (Firhad on Den 3) চিকিৎসার জন্য কেন্দ্র সিঙ্গাপুরের সঙ্গে কথা বলে চিকিৎসার প্রোটোকল দেশে নিয়ে আসুক এবং তা রাজ্যগুলোকে দিক । এ ব্যাপারে কেন্দ্রকে চিঠিও লেখা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

এ দিন ডেন-থ্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, "ডেঙ্গিতে আক্রান্ত হলে হঠাৎ করে অক্সিজেন লেভেল কমছে কেন ? অন্য যদি কোনও অসুবিধে না থাকে তাহলে দেখা যায় যে ডেঙ্গি হলে প্লেটলেট কমে যায় ৷ প্লেটলেট দেওয়া হলে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে ৷ একটা বাচ্চাকে আমি ভর্তি করিয়েছি ৷ দেখলাম তার অক্সিজেন কমে যাচ্ছে ৷"

ডেঙ্গির চরিত্র বদল হয়েছে বলে মনে করছেন পৌরমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি রাস্তায় নেমে এই নিয়ে কাজ করি ৷ আমরা ফিল করছি যে ডেঙ্গিতে কিছু একটা পরিবর্তন হয়েছে ৷ আগে গাপ্পি মাছ ছাড়তাম, এলাকা পরিষ্কার করতাম তাতেই হত ৷ কিন্তু এখন একটা নতুন কোনও স্ট্রেইন হয়েছে ৷ ডেঙ্গি মিউটেট করছে ৷ ডেন থ্রি ডেঙ্গির মিউটেটেড ফর্ম ৷ ডেঙ্গিতে যে উপসর্গ থাকে না, সেগুলো এখন ধরা পড়ছে ৷ আমরা এটা নাইসেডকে জানিয়েছি ৷"

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

কলকাতার মেয়র সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন ডেন-থ্রির কোনও চিকিৎসা ব্যবস্থা দেশে না থাকায় ৷ তিনি বলেন, "ডেঙ্গি প্রতি বছর হয় ৷ তবে এ বার সবচেয়ে ভয়ের ডেন থ্রি ৷ ডেন থ্রি-তে চিকিৎসাই নেই ৷ কেন্দ্রকে সিঙ্গাপুর থেকে প্রোটোকল এনে রাজ্যগুলিকে দিতে হবে ৷ ভারতে এর আগে এটা হয়নি ৷ আমরা 50টি নমুনা নাইসেডে পাঠিয়েছিলাম, তার মধ্যে 35টি ডেন থ্রি এসেছে ৷ আমরা দেখতাম প্লেটলেট কমেছে ডেঙ্গিতে, কিন্তু এখন অক্সিজেন লেভেল কমছে ৷ কোভিড আর ডেঙ্গি একসঙ্গে মিলিয়ে কিছু হচ্ছে কি না, এটা চিকিৎসকরা বলতে পারবেন ৷"

ডেন 3 নিয়ে চিন্তিত ফিরহাদ

ভারতের মতো আবহাওয়া যে দেশগুলির, সেখানেই এ বছর ডেঙ্গির পরিস্থিতি অনেক বেশি খারাপ বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "ডেঙ্গি বিশ্বের এ দিকটা মারাত্মক আকার নিয়েছে ৷ সিঙ্গাপুরের মতো আধুনিক শহরে যেখানে 5,000 ডেঙ্গি হত, সেখানে 37 হাজার ডেঙ্গি হয়েছে ৷ ঢাকা, মায়ানমারের মতো অন্যান্য শহরেও ডেঙ্গি খুব বেশি হয়েছে ৷ সেই তুলনায় কলকাতায় এর প্রভাব কম ৷ তবে সে জন্য বসে থাকলে চলবে না ৷ তাই আমরা পথে নেমেছি ৷ সব পৌরসভা কাজ করছে ৷ কেএমডিএ-র বিশেষ দল কাজ করছে ৷"

Last Updated :Sep 16, 2022, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.