Shankudeb Panda left WhatsApp Group : এবার বিদ্রোহী শঙ্কুদেব পণ্ডা, ছাড়লেন বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ

author img

By

Published : Jan 9, 2022, 3:13 PM IST

Updated : Jan 9, 2022, 4:15 PM IST

Shankudeb Panda left WhatsApp Group

শনিবার গভীর রাতে বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda left BJP WhatsApp Group) ৷ এর আগে দলের হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছেড়েছেন শান্তনু ঠাকুর, হিরণ চট্টোপাধ্য়ায় ৷

কলকাতা, 9 জানুয়ারি : রাজ্য বিজেপি'তে যে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ পর্ব শুরু হয়েছে, এবার তাতে নয়া সংযোজন শঙ্কুদেব পণ্ডা ৷ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এই বিজেপি নেতা (Shankudeb Panda left BJP WhatsApp Group) ৷ সূত্রের খবর, শনিবার গভীর রাতে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ বিজেপি'র রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি পদে ছিলেন তিনি ৷ দিন কয়েক আগেই বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ একই পথে হেঁটেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও ৷

তবে বিজেপি'র অন্দরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে যাওয়ার হিড়িক শুরু হয়েছে গত মাস থেকে ৷ দলের নয়া রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন মতুয়া সম্প্রদায়ের পাঁচ বিজেপি বিধায়ক ৷ তারপর বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়কও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান ৷ বারাসতের দুই বিজেপি নেতাও একই পথে হাঁটেন ৷ আর এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে তাঁর পদ্ম শিবির ছাড়ার জল্পনা বাড়ালেন শঙ্কুদেব ৷

Shankudeb Panda left WhatsApp Group
এবার বিদ্রোহী শঙ্কুদেব পণ্ডা, ছাড়লেন বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ

আরও পড়ুন : বিজেপি'তে জারি বিদ্রোহ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

দিল্লিতে বিজেপি'র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শঙ্কুদেব । বিজেপির তরফে কলকাতা জোনের দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে । তবে 2021 বিধানসভা নির্বাচনের পর থেকেই গেরুয়া নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শঙ্কুদেবের । তাঁর গ্রুপ ছাড়া প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান বলেন, "করোনা পরিস্থিতিতে আপাতত বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত । বিজেপির কর্মীরা বিবেক বাহিনী তৈরি করছে, মানুষের সেবার জন্য । সেই সব নিয়েই ব্যস্ত । এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে তাকানোর সময় পাচ্ছি না । গ্রুপ থেকে বেরিয়ে যাওয়াটা কোনও টেকনিক্যাল কারণেও হতে পারে । তবে বিদ্রোহের কথা শুনিনি । আপাতত এসবের সময়ও নেই ।"

Last Updated :Jan 9, 2022, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.