Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

author img

By

Published : Sep 21, 2021, 6:48 AM IST

Updated : Sep 21, 2021, 12:32 PM IST

দিলীপকে বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের

দিলীপ ঘোষ (Dilip Ghosh) টুইটার পোস্টে ভুল বাংলা লিখেছেন বলে খোঁচা দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ টুইটার পোস্টে বাবুল লিখলেন, তাঁর বর্ণপরিচয়টি এবার দিলীপের লাগবে ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজ্য সভাপতির পদে থেকে অপসারণ এবং উত্তরণের পর দিলীপ ঘোষকে (Dilip Ghosh) টুইটারে খোঁচা দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ দিলীপের টুইটের বাংলা 'ভুল' থাকা নিয়ে খোঁচা ৷

রাজ্য সভাপতির পদে মেয়াদ ছিল 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত ৷ কিন্তু তার আগেই তাঁকে অপসারণ করে সর্বভারতীয় স্তরে পদ দেওয়া হল ৷ এরপরই দিলীপ টুইটারে লেখেন 'ভারতীয় নতুন রাজ্য সভাপতি...' ৷ পরে অবশ্য তিনি এই পোস্ট সরিয়ে দেন টুইটার থেকে ৷ তবে সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে বাবুল টুইটারে কটাক্ষ করেন দিলীপকে ৷ দাবি করেন, দিলীপ ভুল বাংলা লিখেছেন ৷ তাঁর বর্ণপরিচয়টি এবার দিলীপের লাগবে ৷

বাবুল টুইটারে লেখেন, "বিগত কয়েক বছরে বঙ্গ বিজেপির জন্য অনেক খেটেছেন দিলীপ ঘোষ ৷ তাই ওনার আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ৷ কিন্তু অন আ লাইটার নোট, এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে ৷ "ভারতীয় নতুন রাজ্য সভাপতি..." মানে কি??? আবার ভুল বাংলা !! যাইহোক ভাল থাকুন দিলীপদা ৷"

তবে এর প্রতিক্রিয়ায় দিলীপ বলেন, "আমি জানি না কে লিখেছিল ওই পোস্ট ৷ উনি হয়তো অন্য কারোর পোস্ট পড়েছেন ৷ আমি যে পোস্ট করেছি সেটা তো পড়তে হবে ৷ অন্য কারোর পোস্ট দেখলে কী করে হবে ৷"

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

Last Updated :Sep 21, 2021, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.