Power Theft: বিদ্যুৎ চুরি ঠেকাতে বিধায়কদের সহযোগিতা চাইলেন মন্ত্রী

author img

By

Published : Sep 21, 2022, 12:50 PM IST

Updated : Sep 21, 2022, 2:44 PM IST

Aroop Biswas asks help from other MLAs to stop Power Theft

বিদ্যুৎ চুরি (Power Theft) ঠেকাতে বিধায়কদের দ্বারস্থ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ৷ তাঁর আবেদন, এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাই মানুষকে সচেতন করার কাজটি করুন ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: বিদ্যুৎ চুরি (Power Theft) ঠেকাতে এবার বিধায়কদের সহযোগিতা চাইলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ৷ উল্লেখ্য, কলকাতা ও হাওড়া শহরের নির্বাচিত এলাকা বাদে, পশ্চিমবঙ্গের বাদবাকি অংশে বিদ্যুৎবণ্টন সংক্রান্ত পরিষেবা রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতাভুক্ত ৷ এইসব এলাকায় তিনমাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হয় ৷ কিন্তু, বিধায়কদের একাংশের প্রস্তাব, এই এলাকাগুলিতেও বিদ্যুতের বিল পাঠানোর প্রক্রিয়া মাসিক করে দেওয়া হোক ৷ এই প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, বিদ্যুতের অপচয় রুখতে রাজ্যবাসীকেও তৎপর হতে হবে ৷ ঠেকাতে হবে বিদ্যুৎ চুরির মতো ঘটনা ৷ আর এই বিষয়েই বিধায়কদের সহযোগিতা চেয়েছেন অরূপ ৷ তাঁর আবেদন, বিধায়করা এ নিয়ে নিজেদের এলাকার মানুষকে সচেতন করুন ৷

সাম্প্রতিক অতীতে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এর অধিকাংশ কলকাতায় ঘটলেও জেলা একেবারে ব্যতিক্রম নয় ৷ স্বাভাবিকভাবেই এর জেরে আমজনতার সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও প্রশাসনের বক্তব্য, তারা তৎপর ৷ এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ৷ এমন দুর্ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ যেমন মিলেছে, তেমনই কাঠগড়ায় তোলা হয়েছে বিদ্যুৎ চুরির মতো অপরাধকে ৷

আরও পড়ুন: নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1

বেআইনিভাবে হুকিং করার ফলে বহু জায়গাতেই বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তাছাড়া, ক্রেতাদের একাংশ দিনের পর দিন বিদ্যুৎ বিলের বকেয়া টাকা মেটাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে ৷ এই বিষয়গুলির দিকে বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাঁর আবেদন, মানুষকে বোঝানোর কাজটিই স্থানীয় জনপ্রতিনিধিরাই করুন ৷ প্রয়োজনে তাঁরা বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলুন ৷ নানাভাবে সচেতনতামূলক প্রচার চালানোর বন্দোবস্ত করুন ৷ তাহলে মর্মান্তিক মৃত্যুর ঘটনা অনেকাংশেই ঠেকানো সম্ভব হবে ৷ পাশাপাশি, বিদ্যুৎ চুরি বন্ধ হলে প্রশাসনের যে বিরাট পরিমাণ অর্থ কার্যত লুঠ হচ্ছে, তাও বন্ধ করা যাবে ৷

Last Updated :Sep 21, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.