Abhishek Challenges BJP : দিল্লির রিমোট কন্ট্রোলে অসম চলবে না, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

author img

By

Published : May 11, 2022, 6:31 PM IST

abhishek-challenges-bjp-in-assam

বুধবার অসম সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) । সেখানে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে ৷ বললেন, দিল্লির রিমোট কন্ট্রোলে অসম চলবে না (Abhishek Challenges BJP in Assam) ৷

কলকাতা, 11 মে : অসমের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) । রাজনৈতিক সফরে প্রথমবার অসম গিয়েছেন অভিষেক । গতবছর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে ওই রাজ্যে ৷

সামনে বড় নির্বাচন বলতে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। হাতে সময় দু'বছর । আগামী দু’বছরে দলের জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক । রিপুন বোরা, সুস্মিতা দেবদের লোকসভায় 10 টি আসন জয়ের লক্ষ্যমাত্রা দিলেন তিনি । একই সঙ্গে উস্কে দিলেন ভূমিপুত্রের আবেগ । বললেন, ‘‘অসম দিল্লির রিমোট কন্ট্রোলে চলবে না । অসমের স্বর্ণযুগের গৌরব ফিরিয়ে আনতে হবে । অসমকে শাসন করবে না বাংলা, অসমকে শাসন করবে না দিল্লি বা গুজরাট । অসম চালাবে অসমের জনতাই ।’’

এদিন গুয়াহাটিতে পা রেখেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমে যান কামাক্ষ্যা মন্দিরে । সেখানে পুজো দিয়ে দলের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন তিনি । সেখানেই দলীয় কর্মীদের নির্দেশ দেন, অসমে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে করবে তৃণমূল (Abhishek Challenges BJP in Assam) । কোনভাবেই বিজেপির জয়ের কাছে মাথা নোয়াবে না ঘাসফুল শিবির ।

তিনি বলেন, ‘‘আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরা এবং মেঘালয়ে । দুই নির্বাচনে বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল ৷’’ অভিষেকের দাবি, অসমেও বিজেপির চোখে চোখ রেখে লড়বে ঘাসফুল শিবির ৷ এই রাজ্য থেকে বিজেপিকে হটিয়ে ছাড়বে । তিনি বলেন, ‘‘আপনারা শুধু অসমের 14 টি আসনের মধ্যে লোকসভায় 10টি আসন নিশ্চিত করুন ।’’

এদিন এই মঞ্চ থেকে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিভাবে দলীয় কর্মীদের জন্য সংগঠন তৈরি করতে হবে, তাও বাতলে দেন তিনি । অভিষেকের কথায়, ‘‘আমরা সবাই একসময় কংগ্রেস করেছি ৷ কিন্তু কংগ্রেসকে দিয়ে হবে না ৷ ঘরে বসে বড় বড় ভাষণ দিয়ে বিজেপি-কে হারানো যাবে না ৷ আমরা ছোট বড় সব রাজনৈতিক দলকে সম্মান করি ৷ কিন্তু গত আট বছরে কংগ্রেস বিজেপির কাছে ক্রমাগত হারছে, আর আমরা বিজেপিকে হারাচ্ছি ৷ এটাই কংগ্রেসের সঙ্গে আমাদের পার্থক্য ৷’’

তিনি আরও বলেন, ‘‘এই রাজ্যে বিজেপিকে হারানোর কাজটা মোটেই কঠিন নয় । বিজেপিকেও জব্দ করা সম্ভব । সেটা কেউ করেনি, ভাবেনি, তাই ওরা ক্ষমতা আঁকড়ে থাকতে পারছে । আপনারা লড়াই করুন । আমি পাশে থাকব ।’’ একই সঙ্গে কংগ্রেসকে বিদ্রুপ করে তিনি বলেন, ‘‘অসমবাসীর দুর্ভাগ্য হল, এই রাজ্যে এতদিন যে বিরোধী দল ছিল, তারা মুখ্যমন্ত্রীর কথায় ওঠাবসা করে । সেই কারণেই মুখ্যমন্ত্রী একজন বিশাল ক্ষমতাশালী ব্যক্তি হয়ে উঠেছেন ।’’

এদিন অসমে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে ত্রিপুরার পুরভোটের প্রসঙ্গ টানলেন অভিষেক । তিনি বলেন, ‘‘মাত্র তিন মাসের প্রচেষ্টায় ত্রিপুরায় পুরভোটে 24 শতাংশ ভোট পেয়েছে তৃণমূল ৷ অসমে সেই তুলনায় অনেক বেশি সময় রয়েছে । চেষ্টা করলে এখানে বিজেপিকে হারানো সম্ভব ।’’

এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ছুঁড়ে দিয়েছেন অভিষেক । তিনি বলেন, ‘‘এখানকার মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীরা তাঁর কথায় নাকি ওঠেন, বসেন ৷ মুখ্যমন্ত্রী মশাই আপনি অনেক বড় মাপের মানুষ, আমি খুবই ক্ষুদ্র একজন ৷ কিন্তু আমি আপনাকে বলছি, আর পাঁচটা বিরোধী দলের সঙ্গে তৃণমূলকে গুলিয়ে ফেলবেন না ৷ তৃণমূল আপনাদের চোখে চোখ রেখে লড়বে ৷’’

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন জানিয়েছেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (TMC Chairperson Mamata Banerjee) কিছুদিনের মধ্যে অসমে আসবেন । আর মমতার জনকল্যাণমুখী প্রকল্পগুলির তুলনা টেনে অসমের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক । তাঁর কথায়, ‘‘বাংলায় কন্যাশ্রী হতে পারলে অসমে কেন হবে না । পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে । কেন অসমের মহিলারা তা পাবেন না ?’’

অসমের বিজেপি মুখ্যমন্ত্রীকে তাঁর চ্যালেঞ্জ, ‘‘আসুন সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আমরা মুখোমুখি বসি । মানুষ দেখুক কোন সরকার তাদের জন্য কী করেছে ।’’ তিনি বলেন, ‘‘বিজেপির ডবল ইঞ্জিনের সরকারের চাইতে বাংলায় দিদির সিঙ্গল ইঞ্জিনের সরকার অনেক এগিয়ে । ডবল ইঞ্জিনের সরকার মানে ডবল দুর্নীতি ।’’

আরও পড়ুন : Babul Takes Oath as MLA : 'বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল', বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ উপাধ্যক্ষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.