Abhishek Banerjee : শ্রমিকদের বার্তা দিতে শুভেন্দুর জেলার হলদিয়ায় যাচ্ছেন অভিষেক

author img

By

Published : May 13, 2022, 7:42 PM IST

abhishek-banerjee-will-attend-tmcs-labour-rally-at-haldia

আগামী 28 মে তৃণমূলের শ্রমিক সম্মেলন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (TMCs Labour Rally) ৷ সেখানে মূলবক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) । শ্রমিকদের বার্তা দিতেই শুভেন্দুর জেলার হলদিয়ায় যাচ্ছেন অভিষেক (Abhishek Banerjee will attend TMCs Labour Rally at Haldia) ৷

কলকাতা, 13 মে : শিল্পবন্ধু তৃণমূল (Trinamool Congress) ৷ শাসক দলের এই ভাবমূর্তিকে তুলে ধরতে সমাবেশ করতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন (INTTUC) ৷ সেই সমাবেশের মূলবক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) । তাই আগামী 28 মে পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় যাচ্ছেন তিনি ৷

এই সমাবেশ মূলত শ্রমিকদের কেন্দ্র করে হলেও এর পিছনে রাজনৈতিক অঙ্কও রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর (Bengal Assembly LoP Suvendu Adhikari) জেলা ৷ আর তৃণমূল বিভিন্ন ইস্যুতে রোজ বিরোধী দলনেতাকে নিশানা করে ৷ তাই বিজেপি ও শুভেন্দুকেও সেদিন অভিষেক নিশানা করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তাছাড়া 2021 সালের বিধানসভা নির্বাচনের পর হলদিয়াতে এই প্রথম প্রকাশ্য সমাবেশ করতে চলেছেন অভিষেক । সমাবেশের স্থান বাছাইয়ের দিক থেকে সেটাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে ৷

যদিও তৃতীয় ইনিংসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) শপথ নেওয়ার পর জানিয়ে দিয়েছিলেন, আগামীতে তাঁর লক্ষ্য হতে চলেছে শিল্প এবং কর্মসংস্থান । রাজ্য সরকার যখন এই লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তখন রাজ্যের শাসক দল তার সহায়ক ভূমিকা নিতে চলেছে ।

আগামী দিনে রাজ্যে শ্রমিকদের ভূমিকা কী হবে, তা নিয়েই আইএনটিটিইউসির বৈঠক বসতে চলেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় । তৃণমূল সূত্রের খবর, এই মঞ্চ থেকেই তৃণমূল বার্তা দিতে চলেছে যে শিল্প বিরোধ আন্দোলনে সমর্থন করবে না রাজ্যের শাসক দল । বরং এ রাজ্যে শ্রমিক সংগঠন হিসাবে আইএনটিটিইউসি শিল্প সহায়ক ভূমিকা পালন করবে ।

28 মে এই শ্রমিক সম্মেলন হতে চলেছে । তৃণমূল সূত্রে খবর, সেখানে দলের তরফে বার্তা দেওয়া হবে কোনোভাবেই শিল্পক্ষেত্রে জুলুমবাজি মানা হবে না । সেই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দেবেন অভিষেক । এমনকী শিল্প এবং শ্রমিক স্বার্থবিরোধী অংশকে যে সংগঠন থেকে ‘কেটে’ বাদ দেওয়া হবে, এমন নিদানও দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার হলদিয়া যাচ্ছেন মন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।

একই সঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষের দিকেই আসানসোল যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি লোকসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বলে এসেছিলেন যদি আসানসোলের মানুষ তৃণমূলকে পূর্ণ সমর্থন জানান, তাহলে ভোটে জয়ের পর আবার তিনি আসবেন সেই মতো আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাতে ৷ সেই কারণেই তিনি সেখানে যাবেন বলে তৃণমূল সূত্রে খবর ৷

আরও পড়ুন : Abhishek calls meeting over Meghalaya: তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কাঁটা মেঘালয় ? জরুরি বৈঠকের ডাক অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.