Abhishek calls meeting over Meghalaya: তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কাঁটা মেঘালয় ? জরুরি বৈঠকের ডাক অভিষেকের

author img

By

Published : May 13, 2022, 4:28 PM IST

Abhishek Banerjee calls urgent meeting to save Meghalaya TMC

তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কি ধাক্কা দেবে মেঘালয় (Meghalaya TMC)? পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek calls meeting over Meghalaya)৷

কলকাতা, 13 মে: 10 রাজ্যে দলকে বিস্তারের স্বপ্ন দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek calls meeting over Meghalaya)। বিশেষ করে তাঁর লক্ষ্য, ত্রিপুরা ও মেঘালয়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে দলের শাখা-প্রশাখা বিস্তার । কিন্তু সেখানেই এখন আশঙ্কার কালো মেঘ (Meghalaya TMC)।

সূত্রের খবর, মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় এসে দেখা করতে বলা হয়েছে । কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিধায়কদের মধ্যে পাঁচজন মেঘালয়ের দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে যোগাযোগে রয়েছেন । ফলে যে মেঘালয়কে সামনে রেখে অন্য রাজ্যে সংগঠন সম্প্রসারণের স্বপ্ন দেখছে তৃণমূল, তা যাতে ব্যাহত না হয় সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তৎপরতা ।

গত 30 নভেম্বর সাংবাদিক সম্মেলন করে চার্লস পিংরোপ ও মুকুল সাংমাদের মেঘালয় সংগঠন বিস্তারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল । সে ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল মানসরঞ্জন ভুঁইয়াকে । কিন্তু এ ক্ষেত্রে ভাঙন ঠেকাতে তিনিও ব্যর্থ । আর সে কারণেই অভিষেক নিজে গোটা বিষয়টি দেখছেন ।

আরও পড়ুন: Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

প্রসঙ্গত এই মুহূর্তে 11 জন বিধায়ক নিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস । আর তাই যে কোনও ভাঙন প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল । সবচেয়ে বড় কথা, একের পর এক রাজ্যে সংগঠন শুরু করেও পরবর্তীতে দেখা গিয়েছে দলের নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন । তাঁদের দলে ধরে রাখা যায়নি । শুধু অন্য দল থেকে তৃণমূলে যোগদান করা নয়, তাঁদের ধরে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফল বলা যাবে যখন এই বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে । এখন দেখার শেষ পর্যন্ত কলকাতায় নেতাদের নিয়ে এসে মেঘালয় তৃণমূলের ভাঙন আদৌ রোখা যায় কি না (Abhishek Banerjee calls urgent meeting to save Meghalaya TMC )।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.