Abhishek Avoids Bengal CM Issue : মমতার পর তিনিই কি মুখ্যমন্ত্রী, অসম থেকে উত্তর দিলেন অভিষেক

author img

By

Published : May 11, 2022, 7:15 PM IST

abhishek-banerjee-avoids-bengal-cm-issue

অসমের গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখানেও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন কি না, সেই প্রসঙ্গ (Abhishek Banerjee avoids Bengal CM issue) ৷

কলকাতা, 11 মে : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উত্তরাধিকার নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । স্পষ্ট জানিয়ে দিলেন দল তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে । তাঁর লক্ষ্য রাজ্যের বাইরে 10 টি রাজ্যে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করা ৷

একই সঙ্গে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, তাঁদের সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ । তিনি বলেন, ‘‘যাঁরা এসব নিয়ে বলছেন, এগুলো তাঁদের ব্যক্তিগত মত । আমি তাঁদের সম্মান করি । তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ই (TMC Chairperson Mamata Banerjee) সর্বোচ্চ নেত্রী । আর দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করাই আমার কাজ । আমার একটাই লক্ষ্য । দশটি রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা ।’’

প্রসঙ্গত, গুয়াহাটিতে কর্মী সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক । সেখানেই অন্যান্য বিষয়ের পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে এই উত্তরাধিকার প্রশ্ন । সাম্প্রতিক সময়ে কখনও কুণাল ঘোষ, কখনও অপরূপা পোদ্দাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতার পর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন । তা নিয়ে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হয়নি । সম্প্রতি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও এই বিষয় নিয়ে মুখ খোলেন এবং তিনি স্পষ্ট করে দেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন, ততদিন তাঁকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান পার্থবাবু ।

এরপর আজ এই বিষয়ে নিজের স্পষ্ট অভিমত জানালেন অভিষেক । সেক্ষেত্রে তাঁর বক্তব্য, এই মুহূর্তে তাঁকে দল যে দায়িত্ব দিয়েছে, তা ঠিকমত পালন করতে চান তিনি । এছাড়া কোনও জল্পনায় আমল দিতে রাজি নন তৃণমূল কংগ্রেসের যুবরাজ । তিনি স্পষ্ট করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী । তাঁর নেতৃত্বে বাংলা সারা দেশকে দিশা দেখাক । আর এক্ষেত্রে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বই পালন করতে চান তিনি ।

আরও পড়ুন : Abhishek Challenges BJP : দিল্লির রিমোট কন্ট্রোলে অসম চলবে না, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.