Durga Puja 2022: বৃহত্তর পরিবারের সঙ্গেই পুজো কাটান বৃদ্ধাশ্রমের আবাসিকরা

author img

By

Published : Sep 23, 2022, 4:58 PM IST

Updated : Sep 23, 2022, 5:33 PM IST

residents of Anandam Old Age Home celebrating Durga Puja 2022 without family members

রক্তের সম্পর্ক ছিঁড়ে গিয়েছে ৷ আশ্রয় মিলেছে হাওড়ার আনন্দম (Anandam) বৃদ্ধাশ্রমে (Old Age Home) ৷ পুজোর আগে (Durga Puja 2022) কেমন আছেন সেখানকার আবাসিকরা ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

হাওড়া, 23 সেপ্টেম্বর: পুজো আসে, পুজো যায় ৷ কিন্তু, কণিকাদের দিন বদলায় না ৷ পুজোর দিন পরিবারের মানুষগুলোর সঙ্গে আড্ডা, রান্না, খাওয়া-দাওয়া ৷ সেসবের স্মৃতি আজ ঝাপসা ৷ তবু ভালো আছেন ওঁরা ৷ ওঁদের নতুন পরিবারের সদস্যদের নিয়ে ৷

পুজোর (Durga Puja 2022) আগে ইটিভি ভারতের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন হাওড়ার আনন্দম (Anandam) বৃদ্ধাশ্রমে (Old Age Home) ৷ একটা দিন কাটল সেখানকার আবাসিকদের সঙ্গে ৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে জীবনের ঝাঁপি উলটে দিলেন প্রবীণ মানুষগুলো ৷ তাঁদেরই একজন কণিকা রায় ৷ জানালেন, একদিন তাঁর সবই ছিল ৷ স্বামী, সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল কণিকার ৷ স্বামী মারা যাওয়ার পরই জীবনের ছন্দপতন ঘটে ৷ ছেলে নিজের সংসার পাততেই শুরু হয় নতুন যন্ত্রণা ৷ ছেলে আর তার বউয়ের অত্য়াচারে বাড়ি ছাড়তে বাধ্য হন কণিকা ৷ এরপর ঠাঁই হয় আনন্দমে ৷ তখনও অবশ্য বৃদ্ধাশ্রমের পূর্ণ চেহারা পায়নি সেই ঠাঁই ৷ টালির চালের একটা ঘরে বয়সে কিছুটা ছোট এক বান্ধবীর সঙ্গে থাকতেন কণিকা ৷ নিজেই রেঁধে, বেড়ে খেতেন ৷ তাতে কষ্ট যেমন ছিল, তেমনই ছিল শান্তি ৷

আরও পড়ুন: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

আজ অবশ্য আনন্দম বহরে বেড়েছে ৷ বেড়েছে তার সদস্যসংখ্য়া ৷ তাঁদেরই একজন শিপ্রা চট্টোপাধ্য়ায় ৷ অবলম্বন বলতে ছিলেন একমাত্র মেয়ে ৷ 44 বছর বয়সে হঠাৎই বৃদ্ধা মাকে চিরকালের মতো ছেড়ে চলে যান তিনি ৷ তারপর থেকে একলা ফ্ল্য়াটে দম বন্ধ হয়ে আসত শিপ্রার ৷ সেই একাকীত্ব থেকে মুক্তি পেতেই বৃদ্ধাশ্রমে আসেন শিপ্রা ৷ তাও প্রায় নয়মাস হয়ে গেল ৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানালেন, ভবিতব্যকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই ৷ তাই অকালে মেয়েকে হারানোর যন্ত্রণাও মেনে নিয়েছেন তিনি ৷ আর তাই হয়তো আবারও জীবনকে ভালোবাসতে শুরু করেছেন তিনি ৷ ভালো আছেন তাঁর নতুন পরিবারের সঙ্গে ৷

আনন্দমে আনন্দেই আছেন ওঁরা ৷

এই বৃদ্ধাশ্রমেই কাজ করেন অর্চনা চক্রবর্তী ৷ জানালেন, সব মিলিয়ে এখানকার আবাসিকের সংখ্যা 42 ৷ অধিকাংশেরই বাড়ির লোক কোনও খোঁজ নেন না ৷ তবে, আবাসিকরা তা নিয়ে বড় একটা মাথা ঘামান না ৷ কারণ, তাঁরা জানেন, রক্তের সম্পর্ক তাঁদের কথা ভুলে গেলেও সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মানুষের অভাব নেই ৷ এই অনুভূতিটুকু নিয়েই পুজো কাটান আনন্দমের আবাসিকরা ৷ সঙ্গে থাকে তাঁদের বৃহত্তর পরিবার ৷

Last Updated :Sep 23, 2022, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.