Indian Railways : রেলের আয় বাড়াতে এবার লোকাল ট্রেনে বসবে টিভি স্ক্রিন

author img

By

Published : Sep 21, 2021, 8:12 AM IST

রেলের আয়ে বাড়াতে এবার লোকাল ট্রেনে বসবে টিভি স্ক্রিন

এবার লোকাল ট্রেনে টেলিভিশন স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ (Indian Railways) ৷ চলবে বিভিন্ন সচেতনতা এবং বিনোদনমূলক অনুষ্ঠান ৷ আয় বাড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ আপাতত পূর্ব রেলের (Eastern Railway zone) হাওড়া ডিভিশনে লোকালা ট্রেনের কয়েকটি রেকে বসানো হবে এই টিভি স্ক্রিন ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর : এবার লোকাল ট্রেনে বসতে চলেছে টিভি স্ক্রিন । রেলের (Indian Railways) আয় বাড়াতে পূর্ব রেলের (Eastern Railway zone) হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের বেশ কয়েকটি রেকে বসানো হবে টিভি স্ক্রিন ।

কার্যত লকডাউনের পর আবার ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে ৷ তবে এখনও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা । তবে এর মধ্যেই হাওড়া ডিভিশনের 50টি রেককে বেছে নেওয়া হয়েছে, যাতে বসবে টিভি স্ক্রিন । আবার যখন লোকাল ট্রেন চালু হবে তখন যাত্রীরা ট্রেনে টিভি স্ক্রিনে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে দেখতেই সফর করতে পারবেন ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) একলব্য চক্রবর্তী জানিয়েছেন, নতুন ও পুরানো রেক মিলিয়ে 50টি ইএমইউ (EMU) রেকে প্রাথমিকভাবে টিভি স্ক্রিন বসানো হবে । জানা গিয়েছে, সামনে ও পিছনে মিলিয়ে এক একটি কোচে দু'টি করে স্ক্রিন থাকবে । মেট্রোতে সফর করার সময় প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনগুলিতে যেমন সচেতনতামূলক অনুষ্ঠান-সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেখা যায়, তেমনই দেখা যাবে লোকাল ট্রেনের স্ক্রিনেও ।

সিপিআরও বলেন, "পরীক্ষামূলকভাবে প্রথমে হাওড়ার সেকশনে বসানোর পরিকল্পনা রয়েছে । রেলের এই নতুন উদ্যোগ কতটা সাফল্য লাভ করতে পারে সেই বিষয়টি যাচাই করে পরে আরও ট্রেনে বসানো হতে পারে স্ক্রিন । রেলের আয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই স্ক্রিনে বিভিন্ন রকমের অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও দেখানো হবে । যাঁরা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তাঁরা তাঁদের সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন এখানে । প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে । ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে ।"

সূত্রের খবর, পাইলট প্রজেক্টের সাফল্যের উপর ভিত্তি করে পরে বেশ কয়েকটি স্টেশনেও স্ক্রিন বসানোর ভাবনা রয়েছে রেলের । মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রথম টিভি স্ক্রিন বসানো হয়েছিল । এবার রাজ্যে লোকাল ট্রেনে স্ক্রিন বসানোর উদ্যোগ নিল ভারতীয় রেল ।

আরও পড়ুন : Kolkata Metro Rail: 25 সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার বাড়ছে মেট্রো পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.