বন্ধ অন্ডাল বিমানবন্দরের রাস্তার কাজ, সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ

author img

By

Published : Feb 21, 2020, 12:03 AM IST

Road construction for Andal Airport stopped due to syndicate problem

শুরুর আগেই বন্ধ হয়ে গেল অন্ডাল বিমানবন্দরের ভিতরে যাওয়ার মূল রাস্তা তৈরির কাজ ৷ বেসরকারি ঠিকাদারি সংস্থার অভিযোগ, সিন্ডিকেট কর্মীরা হুমকি দিয়েছে যে তাদের থেকেই নির্মাণ সামগ্রী কিনতে হবে । নাহলে করতে দেওয়া হবে না কাজ ৷

অন্ডাল, 20 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও কমছে না সিন্ডিকেটের দাপট ৷ এবার অন্ডাল বিমানবন্দরে যাওয়ার রাস্তা তৈরি নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ । যার জেরে অন্ডাল বিমানবন্দরের ভিতরে যাওয়ার মূল রাস্তা তৈরির কাজ শুরুর আগেই বন্ধ হয়ে গেল ৷

কয়েকদিন আগেই দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমাননগরীকে কেন্দ্র করে নানা পরিকল্পনা তুলে ধরেন ৷ অন্ডাল বিমানবন্দর থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সঙ্গে স্পিড বাস, মনোরেল সংযোগের ইচ্ছেও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ দুই নম্বর জাতীয় সড়ক থেকে বিমানবন্দরের ভিতরে 4.5 কিলোমিটার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে । রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগেই এই রাস্তা তৈরির বরাত পায় একটি বেসরকারি ঠিকাদারি সংস্থা । অভিযোগ, আজ সকালে রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী নিয়ে অন্ডালে পৌঁছাতেই স্থানীয় সিন্ডিকেটের লোকেরা এসে গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেয় । এবং ঠিকাদারি সংস্থার কর্ণধার রাজু পালকে বলে, রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী ওই নির্দিষ্ট সিন্ডিকেটের কাছ থেকেই নিতে হবে । নাহলে বন্ধ থাকবে কাজ ৷

অন্ডাল বিমানবন্দরের রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে ঠিকাদার সংস্থার কর্ণধার ও ট্রাকচালকের বক্তব্য ৷

আজ বেসরকারি ওই ঠিকাদারি সংস্থাটি নির্মাণসামগ্রী বোঝাই গাড়ি নিয়ে হাজির হলে সিন্ডিকেটের কর্মীরা গাড়িগুলিকে রাস্তায় দাঁড় করিয়ে দেয় । গাড়িচালকদেরও সিন্ডিকেটের লোকেরা হুমকি দেয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ঘটনাস্থানে অন্ডাল থানার পুলিশকে যাওয়ার নির্দেশ দেন । তবে সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি বলে জানান ঠিকাদারি সংস্থার কর্ণধার রাজু পাল ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবারই সিন্ডিকেট দৌরাত্ম্য নিয়ে সরব হতে দেখা গেছে । কিন্তু সিন্ডিকেটের সমস্যা নির্মূল না হওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধেই সরব হয়েছে বিরোধীরা । মহকুমা প্রশাসন কীভাবে এই সিন্ডিকেট সমস্যার সমাধান করে, তার দিকেই তাকিয়ে ঠিকাদার সংস্থা ও অন্ডালবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.