কোরোনা মোকাবিলায় নতুন যন্ত্র উদ্ভাবন CMERI-এর

author img

By

Published : May 16, 2020, 8:19 PM IST

Updated : May 17, 2020, 1:33 PM IST

CMERI Durgapur discovered new device to disinfect

POMID ও BPDS-র মাধ্যমে ঘরের মেঝে, দেওয়াল, ছাদ সবই জীবাণুমুক্ত করা যাবে ৷

দুর্গাপুর, 15 মে : নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুমুক্ত পরিবেশে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে জীবাণুমুক্ত করার বিষয়টি সহজ বিষয় নয় ৷ এই কঠিন কাজ অনায়াসে করতে অভিনব যন্ত্র তৈরি করল দুর্গাপুরের CMERI ৷ হাসপাতাল, অফিস থেকে শুরু করে কল-কারখানা পরিষ্কার রাখার জন্য এই যন্ত্র কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন CMERI-র বিজ্ঞানীরা ৷ ছোটো-বড় মিলিয়ে মোট তিনটি যন্ত্র তৈরি করা হয়েছে ৷ নতুন যন্ত্রের মাধ্যমে তরল রাসায়নিক, গ্যাস ও জল স্প্রে করা হবে জীবাণুমুক্ত করতে ৷

COVID-19 এর সংক্রমণ রুখতে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু হাসপাতাল, অফিস চত্বর জীবাণুমুক্ত করা খুব একটা সহজ কাজ নয় ৷ শারীরিক পরিশ্রমও হয় ৷ সেই পরিশ্রম লাঘব করতে নতুন এক যন্ত্রের উদ্ভাবন করল CMERI ৷ এখানকার বিজ্ঞানীরা HYDPNEUMATIC SPRAY SYSTEM USING SINGLE PRESSURIZED CHAMBER, POMID (Pneumatically Operated Mobile Indoor Disinfection) এবং BPDS (Battery Powered Disinfectant Sprayer) নামে তিনটি যন্ত্র তৈরি করেছেন ৷ এর মধ্যে প্রথম যন্ত্রটিতে একটি বড় কম্প্রেসার বসানো আছে ৷ এই কম্প্রেসারের ভেতরেই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল রাখা থাকবে ৷ কম্প্রেসার চালিয়ে কল-কারখানার যন্ত্রপাতি থেকে কারখানা চত্বর জীবাণুমুক্ত করা যাবে অনায়াসে । রাসায়নিক তরল ছাড়াও গ্যাস ও জল স্প্রে করা যাবে এর মাধ্যমে ।

কারখানায় যে যন্ত্র ব্যবহার করা হবে সেটি আয়তনে বড় ৷ হাসপাতাল কিংবা অফিস, স্কুল-কলেজ, রেস্তরাঁর মতো জায়গা জীবাণুমুক্ত করতে বড় মাপের যন্ত্র ব্যবহার করা সমস্যা ৷ সেই কথা ভেবে আরও দু’টি ছোট যন্ত্র তৈরি করেছেন CMERI-র বিজ্ঞানীরা ৷ POMID ও BPDS-র মাধ্যমে ঘরের মেঝে থেকে দেওয়াল, ছাদ সবই জীবাণু মুক্ত করা যাবে ৷ CMERI-র ডিরেক্টর হরিশ হিরানি জানান, ‘‘ছোটো যন্ত্র হুইল চেয়ারের মধ্যে বসানো যায় । এর মধ্যে দু’টি আলাদা আলাদা স্টোরেজ ট্যাংক রয়েছে । একটিতে সাবান মিশ্রিত জল ভরা যাবে ৷ আবার অন্য ট্যাঙ্ক থাকা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়েও ঘর জীবাণুমুক্ত রাখা যাবে । একটি বিদ্যুৎচালিত ও অন্যটি ব্যাটারি চালিত ৷’’

ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থা যন্ত্র কিনে নিয়েছেন এবং এর টেকনোলজি ওই বেসরকারি সংস্থার হাতে আজ তুলে দেওয়া হয়েছে বলে জানান হরিশ হিরানি । দেশে এর আগে জীবাণু মুক্ত করার এরকম আলাদা ট্যাঙ্ক যুক্ত যন্ত্র আবিষ্কৃত হয়নি বলে দাবি এই কেন্দ্রীয় গবেষণা সংস্থার । জীবাণুমুক্ত করার ক্ষেত্রে যন্ত্র দু’টি সাফাই কর্মীদেরও অনেকটা সুরক্ষা দেবে বলে দাবি করেন CMERI-র ডিরেক্টর ।

জীবাণু মুক্ত করবে CMERI-র নতুন যন্ত্র
Last Updated :May 17, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.