Illegal coal Seized: যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ কয়লা

author img

By

Published : Sep 22, 2022, 7:55 PM IST

Illegal coal Seized

বেআইনি কয়লা পাচারকাণ্ডে ইডি তদন্ত চলছে ৷ তারমধ্যেই এবার অন্ডালে যাত্রীবাহী দূরপাল্লার বাসের ভেতর থেকে উদ্ধার বস্তাবন্দী কয়লা (Illegal coal Seized) ৷

দুর্গাপুর, 22 সেপ্টেম্বর: বে-আইনি কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআই তদন্ত অব্যাহত ৷ তদন্তকারীদের আতসকাঁচে একাধিক নেতারা ৷ আসানসোল ও দুর্গাপুর মহকুমার বেশ কিছু অবৈধ কয়লা কারবারি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। পুলিশের চোখে ধুলো দিতে কখনও দুধের গাড়িতে আবার কখনও ফলের গাড়িতে করে চলছে কয়লা পাচার। এবার বস্তা-বস্তা কয়লা উদ্ধার হল যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে (Illegal Coal Seized from a Long Route Bus)। অন্ডাল থানার অন্তর্গত অন্ডাল গ্রাম মোড়ের 19 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ আসানসোল থেকে বর্ধমানগামী একটি সুপার বেসরকারি বাসে তল্লাশি চালায় অন্ডাল ট্রাফিক দফতরের পুলিশ ৷ অন্ডাল ট্রাফিক ওসি এবং অন্ডাল থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় তিন টন কয়লা উদ্ধার করে ওই দূরপাল্লার বাস থেকে। বাসটি যাত্রী-বোঝাই থাকায় বাসের চালক, খালাসিদের ছেড়ে দেওয়া হলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । তবে আসানসোল মহকুমা থেকেই কয়লা আসছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷

যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ কয়লা

আরও পড়ুন: পুষ্পা সিনেমার কায়দায় দুধের কন্টেনারে কয়লা পাচার জামুড়িয়ায়

সিআইডি ও সিবিআই'য়ের সাঁড়াশি আক্রমণের জেরে আসানসোল ও দুর্গাপুর মহাকুমার কয়লা অঞ্চল বলে পরিচিত জামুড়িয়া, বারাবনি, রানীগঞ্জ, সালানপুর, কুলটি,পাণ্ডবেশ্বর ও অন্ডাল এলাকায় বে-আইনি কয়লার কারবার বন্ধ। কিন্তু বেশ কয়েক দশক ধরেই গ্রামের গরীব মানুষেরা কয়লার এই কালো কারবারের সঙ্গে জড়িত ছিলেন। যারা এই বে-আইনি কয়লা কারবারের সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন সামান্য উপার্জন করে সংসার চালাতেন। বে-আইনি কয়লা কারবারে ভাঁটা পড়ার কারণে তাদের রুটি-রোজগারে টান পড়েছে। তারা অনেকেই খুঁজে পাচ্ছেন না জীবিকা নির্বাহের জন্য বিকল্প পথ। আর তাদের মধ্যে কেউ কেউ এই কয়লা পাচারের মরিয়া প্রচেষ্টা করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ পুজোর সময় পরিবারের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর এই সকল সম্প্রদায়ের মানুষজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.