Durgapur Kidnapping Case: প্রেমে প্রত্যাখান! প্রতিশোধ নিতে অপহরণের চেষ্টা, গ্রেফতার 1

author img

By

Published : Sep 20, 2022, 5:22 PM IST

Durgapur Kidnapping Case

দুর্গাপুরের মহিলা তথ্য প্রযুক্তি কর্মী অপহরণের ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা (Durgapur Kidnapping Case) ৷ প্রেমে প্রত্যাখানের জেরেই এই ঘটনা ৷ পুলিশ তৎপরতায় অপহরণের কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা কর্মীকে উদ্ধার করেছিল দুর্গাপুর পুলিশ ৷

দুর্গাপুর, 20 সেপ্টেম্বর: নিছকই অপহরণের চেষ্টা না কী অন্য় রহস্য (young lady from Durgapur rescued after being kidnapped) ৷ দুর্গাপুরের মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণের চেষ্টার ঘটনায় পুলিশ তদন্তে গাড়ি চালককে গ্রেফতার করেছে ৷ মঙ্গলবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । তবে তথ্য প্রযুক্তি কেন্দ্রের কর্মী ওই যুবতীর মায়াবাজার এলাকার কোনও যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷

জানা গিয়েছে, কিছুদিন ধরে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে ওই যুবতী যুবকের থেকে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছিলেন ৷ অপহরণের চেষ্টায় আরও দু‘জন সামিল ছিলেন বলে অভিযোগ ৷ যাদের মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ ৷ তারা দু'জনেই পলাতক ৷ তবে এই প্রসঙ্গে দুর্গাপুর জোনের এসিপি তথাগত পাণ্ডে জানিয়েছেন, মূল অভিযুক্তর খোঁজ চলছে ৷ দুষ্কৃতীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে ৷ তবে আতঙ্কিত ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মীর পরিবারের দাবি, পুলিশ পারলে ভালো না হলে দুষ্কৃতীদের তুলে দেওয়া হোক তাদের হাতে। গোটা ঘটনায় এখনও উত্তেজনা জারি দুর্গাপুর শহরে।

ঘটনায় এবার মুখ খুলেছে বিরোধীরা, প্রশ্ন তুলেছে শহরের নিরাপত্তা নিয়েও, যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে পুলিশ ব্যবস্থা নেবে। ইতিমধ্যে পুলিশ অপহরণের সময় সাদা রঙের বোলেরো গাড়িটি উদ্ধার করেছে, গ্রেফতার হয়েছে রোহিত শর্মা নামে এক যুবক ৷ যে সে সময় ঐ বোলেরো গাড়িটি চালাচ্ছিল। নিছকই অপহরণ, না এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তাও খতিয়ে দেখছে আসানসোল-দুর্গাপুর থানার পুলিশ কর্তারা।

প্রেমে প্রত্যাখান! প্রতিশোধ নিতে অপহরণের চেষ্টা, গ্রেফতার 1

আরও পড়ুন: পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টায় উদ্ধার দুর্গাপুরের অপহৃত তরুণী

ঘটনার সূত্রপাত সোমবার ৷ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের পলাশডিহাতে তথ্য-প্রযুক্তি ভবন থেকে কাজের পর বাড়ি ফিরছিলেন দুর্গাপুর মায়াবাজারের সুকান্ত পল্লীর বাসিন্দা এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মী। আচমকা একটি সাদা রঙের বোলেরো গাড়ি ঐ মহিলা তথ্য প্রযুক্তি কর্মীর সামনে এসে দাঁড়ায় ৷ জোর করে ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে গাড়িতে তুলে নেয় ৷ এরপর গাড়িটি পলাশডিহার ঐ তথ্য প্রযুক্তি ভবনের সামনে দিয়ে ভুল লেন ধরে নিয়ে যাওয়া হয় জাতীয় সড়কের ওপর। স্থানীয় কিছু যুবক বাইক নিয়ে সাদা বোলেরো গাড়িটিকে ধাওয়া করলেও দুরন্ত গতিতে থাকা বোলেরো গাড়ি চলে যায় অন্য দিকে। এর মধ্যে খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাটি পুলিশের কানে যেতেই শহরের সব দিকে পুলিশি পাহাড়াও বাড়িয়ে দেয়। অবস্থা বেগতিক বুঝে বেনাচিতির কাছে জাতীয় সড়কের ধারে ঐ তরুণীকে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এক ঘণ্টার মধ্যে উদ্ধার হয় ওই তরুণী। অপহরণের চেষ্টার প্রতিরোধ করতে গিয়ে ওই তরুণী গুরুতর জখম হন ৷ ওই তরুণীকে উদ্ধারের পর তাঁর চিকিৎসাও শুরু করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.