সায়নীর পাশে লক্ষ্মণ ঠাকুর, প্রচারে ফিরলেও হারাচ্ছেন আত্মবিশ্বাস ?

author img

By

Published : Mar 12, 2021, 7:16 AM IST

Laxman Thakur with Saayoni Ghosh in election campaign

অভিমান ভুলে সায়নীর সঙ্গে প্রচারে আসানসোলের বর্ষীয়ান তৃণমূল নেতা লক্ষ্মণ ঠাকুর ৷ তবে জেতার বিষয়ে তাঁর গলায় সেই আত্মবিশ্বাসের সুর কোথাও যেন অমিল ৷ উল্টে তৃণমূল নেতা বলেন, বিজেপি টাকা ছড়াবে ৷ টাকা নিয়েও মানুষ যদি তৃণমূলকেই ভোট দেয় তাহলে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে নিশ্চয়ই জিতবেন তারকা প্রার্থী সায়নী ৷

বার্নপুর, 12 মার্চ : আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে ৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বার্নপুর শিল্প শহর জুড়ে বিরোধিতা শুরু হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসে ৷ বর্ষীয়ান তৃণমূল নেতা লক্ষ্মণ ঠাকুরকে প্রার্থী করার দাবি নিয়ে পথে নামে তাঁর অনুগামীরাও ৷ প্রথমদিকে, সায়নীর প্রচারে দেখা যায়নি লক্ষ্মণ ঠাকুরকে ৷

আরও পড়ুন : হুইলচেয়ারেই প্রচার করবেন মমতা, চিকিৎসকদের অনুমতির অপেক্ষা

পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে টিম পিকে ৷ শেষ পর্যন্ত টিম পিকের উদ্যোগে মানভঞ্জন হয় লক্ষ্মণ ঠাকুরের ৷ সায়নীর পাশে প্রচারে দেখা যায় তাঁকে ৷ কিন্তু আসানসোল দক্ষিণ কেন্দ্রের তারকা প্রার্থীর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বর্ষীয়ান এই তৃণমূল নেতা ?

আরও পড়ুন : তৃণমূল পাকিস্তান থেকে প্রার্থী আনলেও জেতাবো, বিস্ফোরক আরাবুল ইসলাম

প্রচারের ফাঁকেই লক্ষ্মণ ঠাকুর বলেন, এই তো সবে শুরু । এখনও অনেক বুথ ও গ্রামীণ এলাকায় প্রচার বাকি । তাই এখনই জয়ের বিষয়ে কিছু বলাটা অসম্ভব ৷ বিরোধী গেরুয়া শিবিরের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, বিজেপির অনেক টাকা ৷ ওরা টাকা ছড়াবে । মানুষ যদি তাদের টাকা নিয়ে আমাদের ভোট দেয়, তাহলে আমরা 100 শতাংশ জিতব ।

আসানসোল দক্ষিণ কেন্দ্রে সায়নী ঘোষের সঙ্গে প্রচারে লক্ষ্মণ ঠাকুর

আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রানিগঞ্জে নিয়ে যাওয়া হয় । আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয় সায়নী ঘোষকে । এর জেরে স্বভাবতই স্থানীয় তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ । তারপর সায়নী স্থানীয় নন ৷ তাই মান-অভিমান ভুলে তাঁকে নির্বাচনী বৈতরণী পার করাতে কতটা আন্তরিক হবেন আসানসোল দক্ষিণের নেতা কর্মীরা, সেটা বোঝা যাবে 2 মে ইভিএম খোলার পরেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.