BJP-TMC : আসানসোলে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক নেতা-কর্মীর

author img

By

Published : Nov 9, 2021, 8:12 PM IST

more than hundred bjp leaders and workers joined tmc at asansol

আসানসোল দক্ষিণে এবার বিজেপি জিতেছে ৷ তার পরও ওই কেন্দ্র থেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল ৷

আসানসোল, 9 নভেম্বর : একদিকে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল যখন তাঁর নিজের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এসে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন, তখন তাঁরই দল থেকে প্রভাবশালী নেতা-সহ বহু কর্মী তৃণমূলে যোগ দিলেন ।

এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে বিজেপি ও অন্যান্য দলের মোট 500 নেতা-কর্মীর তৃণমূলে যোগ দেন । তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা দিয়ে ঘাসফুল শিবিরে স্বাগত জানিয়েছেন ।

আরও পড়ুন : Agnimitra Paul : দামোদরে এসে ঝুঁকির পারাপার চাক্ষুষ করলেন অগ্নিমিত্রা, মুখ্যমন্ত্রীর কাছে সেতুর দাবি

যে কেন্দ্র থেকে বিজেপি জিতেছে, সেখানে কেন নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে ৷ দলত্যাগীদের বক্তব্য, তাঁরা কাজ করবার সুযোগ পাচ্ছেন না বলেই তৃণমূলে এসেছেন ।

এদিন যাঁরা যোগদান করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির জেলা সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়, জেলার পর্যবেক্ষক রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ বিধানসভার কিষাণ মোর্চার সভাপতি ওমপ্রকাশ শর্মা, দক্ষিণ বিধানসভার সহ-সভাপতি মধু ঠাকুর, দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অশোক সাউ, সিপিএমের সদস্য তেজ নারায়ণ সিংয়ের মতো নেতারা ৷

BJP-TMC : আসানসোলে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক নেতা-কর্মীর

আরও পড়ুন : Sand Mafia Arrested: পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ

বিধান উপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ প্রায় 500 জন সিপিএম-বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । পৌরনিগম নির্বাচনের আগে এই যোগদানে তৃণমূল জেলায় আরও শক্তিশালী হয়ে উঠল ।

যদিও এই যোগদান প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কিছু মানুষ হয়ত ভুল করে চলে গিয়েছেন । ভুল ভাঙলে তাঁরা আবার ফিরে আসবেন ।

আরও পড়ুন : Asansol : ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.