Dilip Ghosh Campaign at Asansol : চা চক্রের পর মানুষের ভিড়েই আসানসোলে চলল দিলীপের প্রচার

author img

By

Published : Jan 12, 2022, 12:46 PM IST

dilip ghosh campaigning at asansol municipal corporation election 2022

বুধবার সকালে আসানসোলে নির্বাচনী প্রচার সারলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Campaign at Asansol) ৷ অন্যদিন তাঁকে পুলিশ আটকেছে৷ তা নিয়ে ঝামেলাও হয়েছে ৷ কিন্তু এদিন তিনি বিনা বাধায় প্রচার করেছেন ৷

আসানসোল, 12 জানুয়ারি : গত দু’দিন ধরে আসানসোলে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National VP Dilip Ghosh) । প্রচারে বেরিয়ে কোভিডবিধি লঙ্ঘন করার অভিযোগে পুলিশ তাঁকে বারবার আটকে ছিল । সে নিয়ে উত্তেজনাও ছড়ায় ।

কিন্তু আজ, বুধবার সকালে অন্য চিত্র ধরা পড়ল আসানসোলে । পুলিশ থাকলেও জমায়েত করে চলল দিলীপ ঘোষের প্রচার । পুলিশের ভুমিকা রইল নীরব দর্শকের মতো । আসানসোল পৌরনিগমের 57 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমর বাউরির সমর্থনে প্রচারে যান বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি । সকালে চা-চক্র এবং তারপর স্থানীয় বড়তোড়িয়া গ্রাম ঘুরে প্রচার করেন তিনি (dilip ghosh campaigning at asansol municipal corporation election 2022) ।

দিলীপ ঘোষের পিছনে অন্ততপক্ষে দেড়শো জন কর্মী-সমর্থক ছিলেন । সেকথা নিজেও স্বীকার করে নিয়েছেন তিনি । হীরাপুর থানার প্রচুর পুলিশ-কর্মী আজও মোতায়েন ছিল । কিন্তু পুলিশ আজ বাধা দেয়নি । তাই কর্মী-সমর্থকদের ভিড়েই চলল প্রচার ।

দিলীপ ঘোষ বলেন, ‘‘বড়তোড়িয়া গ্রামে এসেছি । বিশাল বড় গ্রাম । পুরনো গ্রাম । দেড়শো লোক জমেছে এখানে । গত দু’দিন এত মানুষজন বেরিয়েছেন । পুলিশকে বাধ্য হয়ে আটকাতে হয়েছে আমাদের । তৃণমূল আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না । সেই কারণে পুলিশকে দিয়ে আমাদের বাধা দেওয়ানোর চেষ্টা চলছে ।’’

Dilip Ghosh Campaign at Asansol : চা চক্রের পর মানুষের ভিড়েই আসানসোলে চলল দিলীপের প্রচার

কিন্তু প্রচারে কোভিড বিধি মানা হচ্ছে না । এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘‘আমরা তো পাঁচজন আছি । আজ গ্রামে এসেছি । গ্রামের লোকেরা দেখা করতে আসবে না ? আজও শ-দেড়শো লোক জমা হয়ে গিয়েছে । লোকের কাছে না গিয়ে রাজনীতি কী করে হবে ? পুলিশ দেখুক সোশ্যাল ডিসটেন্স যেন থাকে ৷’’

আরও পড়ুন : Dilip-Police Clash at Kulti : প্রচারে বাধার মুখে দিলীপ, পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষকে এত ভয় কেন ? আমরা তো বিধি মেনেই চলছি । আমরা বলেছিলাম নির্বাচন বন্ধ করা হোক দু’মাস । ওঁরা এই ফাঁকতালে জিতে যেতে চাইছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.