Contingency Fund Uses: বুঝেশুনে ব্যবহার করুন কন্টিনজেন্সি ফান্ড

author img

By

Published : Jan 19, 2023, 1:53 PM IST

Contingency Fund Uses

এমন একটি কন্টিজেন্সি ফান্ড (Contingency fund) তৈরি করুন যা আপনার ৬ মাসের খরচ এবং কিস্তি মেটাতে পারে। মন্দার সময় এটির পরিমাণ 12 মাস পর্যন্ত হওয়া উচিত । এই ফান্ডটি কখনই অযথা ব্যয় করবেন না ৷ আর বিলাসিতা করার জন্য তো একেবারেই ব্যবহার করবেন না ৷ শুধুমাত্র জরুরি সময়, যেমন-পারিবারিক চাহিদা, বাচ্চাদের ফি, বাড়ি ভাড়া ইত্যাদি মেটাতে এটিকে ব্যবহার করুন ।

হায়দরাবাদ, 19 জানুয়ারি: জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে । কখন সংকটে পড়বেন তা আগে থেকে কেউ বলতে পারে না । অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ বোধ করি এবং সেক্ষেত্রে হাসপাতালে ভরতি হতে হয় । যদিও এটি গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য অনেক আর্থিক সীমাবদ্ধতা বাধা হয়ে আসতে পারে সেসময় । অতএব, আমাদের এই ধরনের সমস্ত জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে । তাই কিছু নগদ সবসময় প্রস্তুত রাখা উচিত এরকরম পরিস্থিতির জন্য ৷ একে কন্টিনজেন্সি ফান্ড (Contingency fund) বলে । এটি কঠিন সময়ে কাজে লাগবে এবং বিপদ থেকে উদ্ধার করবে ।

আর্থিক সংকট জীবনে দারুণ প্রভাব ফেলতে পারে । আমরা যদি আগে থেকে প্রস্তুত না থাকি, তাহলে তা আমাদের সঞ্চয় ও বিনিয়োগকে নষ্ট করে দেবে । এতে কখনও কখনও মূলধনের পাশাপাশি অন্য ক্ষতিরও ঝুঁকি থাকে । এছাড়াও, আমাদের মূল আর্থিক লক্ষ্যগুলিতে এর প্রভাব পড়তে পারে (Financial constraints) । একটি সুষ্ঠু আর্থিক পরিকল্পনার মধ্যে পর্যাপ্ত কন্টিনজেন্সি ফান্ড অন্তর্ভুক্ত থাকে । তা দক্ষভাবে পরিচালনার জন্য এই সতর্কতাগুলি অবলম্বন করুন ।

আপনার কন্টিনজেন্সি ফান্ডে অন্তত 6 মাসের পরিবারের খরচ এবং ঋণের কিস্তির জন্য যথেষ্ট পরিমাণ টাকা থাকা উচিত । এই সময়ের মধ্যে যখন আপনার কোন আয় নেই এটি টাকাটি যথেষ্ট হওয়া উচিত । মন্দার সময়ে এই তহবিলটি বাড়ানো উচিত ৷ যাতে 12 মাসের জন্য আপনার সামগ্রিক খরচ মেটানো যায় । প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ভাড়া, বাচ্চাদের ফি, ইএমআই, গাড়ির খরচ, অন্যান্য বিল ইত্যাদির জন্য আপনার কত প্রয়োজন হবে, তার উপর ভিত্তি করে এটি হিসাব করা উচিত (Financial planning) ।

সময়ে সময়ে আপনার কন্টিনজেন্সি ফান্ড পর্যালোচনা করুন । এটি আপনার পরিবর্তিত জীবনের খরচ মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা হওয়া উচিত । আজকাল প্রতিমুহূর্তে ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে । আপনি কখনই আগে থেকে জানবেন না যে হঠাৎ কী অতিরিক্ত ব্যক্তিগত খরচ হবে । এর জন্য নিশ্চিত করুন যে একটি জরুরি তহবিল সর্বদা আপনার কাছে রয়েছে । এই ফান্ড ব্যাংকের স্থায়ী আমানত, লিক্যুইড তহবিল এবং উচ্চ সুদ প্রদানকারী সঞ্চয় অ্যাকাউন্টে রাখুন । এখান থেকে আপনি প্রয়োজনের সময় টাকা ধার করতে পারবেন ৷ সেই সঙ্গে কিছু আয়ের সুযোগ রয়েছে এখানে ।

শেষ অবলম্বন হিসেবে একটি জরুরি তহবিল ব্যবহার করুন । এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন দৈনন্দিন আর্থিক চাহিদা মেটানোর অন্য কোন উপায় নেই । এটি একটি স্থায়ী সমাধান নয়, বরং আর্থিক অসুবিধা কাটিয়ে ওঠার জন্য একটি অস্থায়ী ত্রাণ ব্যবস্থা করা হয়েছে । এই তহবিল অযথা ব্যয়ের জন্য ব্যবহার করা উচিত নয় । অবস্থার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে এটি পুনঃস্থাপন করা উচিত (Contingency Fund Uses) ।

কন্টিনজেন্সি ফান্ড শুধুমাত্র পারিবারিক প্রয়োজন, স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা, ব্যক্তিগত খরচ, ঋণের কিস্তি পরিশোধ ইত্যাদির জন্য ব্যবহার করা উচিত । পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করা রাখা ভালো । করোনা আমাদের অনেক মূল্যবান অর্থনৈতিক শিক্ষা দিয়েছে । জরুরি পরিস্থিতি বলে কয়ে আসে না ৷ আমাদের যা করতে হবে তা হল সর্বদা পর্যাপ্তভাবে প্রস্তুত থাকতে হবে ।

আরও পড়ুন: ইউলিপকে হাইব্রিড স্কিম কেন বলা হয়? জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.