এপ্রিলের শেষ সপ্তাহেই শুরু আপার প্রাইমারির তৃতীয় ফেজ় ভেরিফিকেশন

author img

By

Published : Apr 17, 2019, 2:10 AM IST

আপার প্রাইমারির তৃতীয় ফেজ় ভেরিফিকেশন হতে পারে এপ্রিলের শেষ সপ্তাহে। তবে, ভোটগ্রহণের 3 দিন আগে থেকে ভোটের 3 দিন পর পর্যন্ত ভেরিফিকেশনের তারিখ রাখা হবে না।

এপ্রিলের শেষ সপ্তাহেই শুরু আপার প্রাইমারির তৃতীয় ফেজ় ভেরিফিকেশন

কলকাতা, 17 এপ্রিল : আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন শুরু হতে চলেছে এপ্রিলের শেষ সপ্তাহে। প্রায় 10 হাজার চাকরিপ্রার্থীকে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে ডাকা হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সৌমিত্র সরকার। গেজেটের নিয়ম অনুযায়ী, 1:1:4 অনুপাত বজায় রাখতে তৃতীয় ফেজ়ের কাউন্সেলিং করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি, নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের জন্য চতুর্থ কাউন্সেলিং হবে বলেও জানিয়েছেন সৌমিত্র সরকার। তবে, কবে এই দু'টি স্তরের কাউন্সেলিং হবে, তা এখনও জানা যায়নি।

আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন নিয়ে সৌমিত্রবাবু বলেন, “আপার প্রাইমারি খুব শিগগিরই করছি। আপার প্রাইমারির ২৩ হাজার ভেরিফিকেশন হল। আবার ভেরিফিকেশন শুরু করতে হবে। আমার তো 1:1:4 রেশিওতে আনতে হবে। এই মাসেই তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন করার ইচ্ছা আছে।”

তিনি আরও বলেন, "আপার প্রাইমারির প্রথম ফেজ়ের ভেরিফিকেশনে 13 হাজার শূন্যপদের জন্য প্রায় 17 হাজার প্রার্থীকে ডাকা হয়েছিল। সেই দফায় অনেক প্রার্থী অনুপস্থিত থাকায় বাকি শূন্যপদের জন্য আরও 6 হাজার প্রার্থীর ভেরিফিকেশন করা হয় দ্বিতীয় ফেজ়ে। আপার প্রাইমারিতে নিয়োগের গেজেট অনুযায়ী 1:1:4 অনুপাত মেনে ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়। এজন্য আরও প্রায় 10 হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে।"

তৃতীয় ফেজ়ে প্রশিক্ষণহীনরা ডাক পাবেন কি না সেই প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন, “আমার যদি B.Ed শেষ হয়ে যায়, তাহলে নন-B.Ed নিশ্চয়ই অ্যাকোমোডেট করব।”

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে সম্ভবত ২৪ এপ্রিল থেকে শুরু হবে এই তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন। লোকসভা নির্বাচন চলাকালীন এই ভেরিফিকেশন হলেও তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না বলে জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, “আমাদের এগুলো অনগোয়িং প্রসেস। তাছাড়া, আমরা তো কাউকে চাকরি দিচ্ছি না। এগুলো আমাদের সাধারণ কাজ। এর ফলে কোনও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। আর প্রার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই কথা মাথায় রেখে ভোটগ্রহণের 3 দিন আগে থেকে ভোটের 3 দিন পর পর্যন্ত ভেরিফিকেশনের তারিখ রাখা হচ্ছে না।"

অন্যদিকে, নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের পর নন-জয়েনিং ও ম্যাল্টিপল র‌্যাঙ্কিংয়ের কারণে কিছু পদ ফাঁকা রয়ে গেছে। সেগুলিতে চতুর্থ কাউন্সেলিং হবে কি না সেই প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন, “আমি আবার চতুর্থ কাউন্সেলিং করব। এবিষয়ে সবকিছু তৈরি করছি। চতুর্থ কাউন্সেলিং হবেই হবে। তবে, সেই তারিখটা এখনও ঠিক করে উঠতে পারিনি।”

স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, নন জয়েনিং, ম্যাল্টিপল র‌্যাঙ্কিং ও আগের যে শূন্যপদগুলি নিয়ে অনিশ্চয়তা দেখা গেছিল, তারমধ্যে কনফার্ম হওয়া সবগুলি শূন্যপদ নিয়ে হবে চতুর্থ কাউন্সেলিং। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদের সংখ্যা প্রায় ১৬০০। তারমধ্যে ৪০০-র মতো শূন্যপদ রয়েছে ইলেভেন-টুয়েলভে। বাকিগুলি নাইন-টেনের।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.