নীতীশের গলায় মমতার সুর, সাত দফা ভোট নিয়ে সরব

author img

By

Published : May 19, 2019, 9:51 AM IST

সাতটি দফায় সপ্তদশ লোকসভা চলছে । দীর্ঘসূত্রতা নিয়ে আজ নীতীশ কুমার সরব হন ।

পটনা, 19 মে : প্রায় 2 মাস ধরে চলছে লোকসভা ভোট । এর আগে এ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । এবার তাঁর সুরেই কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । বিষয়টি নিয়ে তিনি প্রতিটি রাজনৈতিক দলের দ্বারস্থ হবেন বলে জানান ।

আজ পটনার রাজভবনের একটি স্কুলের 326 নম্বর বুথে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী । ভোটদানের পর তিনি বলেন, "এতদিন ধরে ভোট করা উচিত নয় । প্রতিটি দফার মধ্যে অনেকটা ব্যবধান ছিল । বিষয়টি নিয়ে ঐকমত্য গড়ে তোলার জন্য আমি প্রতিটি দলের নেতাদের চিঠি লিখব । "

দেশজুড়ে সাতটি দফায় সপ্তদশ লোকসভা নির্বাচন হয়েছে । এর মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাতটি দফাতেই ভোটগ্রহণ । তা নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । তিনি দাবি করেন, এতদিন ধরে নির্বাচন প্রক্রিয়া চলার জন্য মানুষের সমস্যা হবে । পাশাপাশি, নির্বাচনের সময় রমজ়ান মাস পড়াতেও মানুষের কষ্ট হবে ।


Patna (Bihar), May 14 (ANI): While speaking to ANI, RJD leader Tejashwi Yadav said, "Nitish kumar said yesterday in Nalanda that he will not let Lalu Prasad Yadav come out of jail. This confirms our allegations leveled against Nitish Kumar and BJP, they are the ones who sent Lalu Yadav to jail. We have appealed in High Court against this and decision will be taken by court, not by Nitish Kumar or Narendra Modi."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.