Kanthi Cooperative Bank : কাঁথি সমবায় ব্যাঙ্কে আরবিআইকে প্রতিনিধি নিয়োগের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jan 20, 2022, 8:18 PM IST

Updated : Jan 20, 2022, 9:04 PM IST

Calcutta High Court News

কাঁথি সমবায় ব্যাঙ্কে আরবিআইকে প্রতিনিধি নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court asks RBI to employ correspondent at Kanthi Cooperative Bank) ।

কলকাতা, 20 জানুয়ারি : কাঁথি সমবায় ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরকে একজন প্রতিনিধি নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court asks RBI to employ correspondent at Kanthi Cooperative Bank)। বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন । রিজার্ভ ব্যাঙ্কের ওই প্রতিনিধি কাঁথি সমবায় ব্যাঙ্কের সমস্ত কিছু পর্যালোচনা করে দেখবেন । সমবায় ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পরিকল্পনা নিতে হলে সমবায় ব্যাঙ্কের কমিটির সমস্ত সদস্যকে ওই প্রতিনিধিকে জানাতে হবে । প্রতিনিধির অনুমোদন ছাড়া কোনও পদক্ষেপ করা যাবে না । এবং সমবায় ব্যাঙ্কের পরবর্তী কমিটি ঠিক না হওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের ।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে কাঁথি সমবায় ব্যাঙ্ক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই দায়ের হয়েছিল এই মামলা । গতবছর কাঁথি সমবায় ব্যাঙ্ক থেকে শুভেন্দু অধিকারীকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । রাজ্যের যুক্তি ছিল, পরপর তিন বছর কেউ সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকতে পারেন না । উল্টোদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্তি ছিল, তিনি শাসকদল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করে রাজ্য ।

শুভেন্দু অধিকারীর আরও যুক্তি ছিল, সমবায় ব্যাঙ্ক বিষয়ে যেকোন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । রাজ্য এক্তিয়ার বহির্ভূতভাবে তাঁকে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরাতে উদ্যোগ নিয়েছে । বিচারপতি শম্পা সরকার কত বছর অগস্ট মাসে এই সংক্রান্ত মিটিংয়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন । যদিও পরে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয় । এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : Governor on CM : নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের

Last Updated :Jan 20, 2022, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.