National Anthem Mandatory in UP Madrasas : যোগীরাজ্যে মাদ্রাসাগুলিতে বাধ্যতামূলক হল জাতীয় সঙ্গীত

author img

By

Published : May 12, 2022, 10:57 PM IST

UP Madrasas National Anthem

উত্তরপ্রদেশ মাদ্রাসাগুলিতে বাধ্যতামূলক করা হল জাতীয় সঙ্গীত গাওয়া (Singing national anthem made mandatory in UP Madrasas) ৷ উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারই জারি করেছে এই নির্দেশ ৷

লখনউ, 12 মে : উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল যোগী সরকার ৷ অনেক আগেই এই ঘোষণা করেছিল যোগী সরকার । বৃহস্পতিবার উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই নির্দেশ জারি করেছে । আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যের কয়েক হাজার মাদ্রাসায় ক্লাস শুরুর আগে গাওয়া হবে জনগণমন (Singing national anthem made mandatory in UP Madrasas) ৷

অভিযোগ ছিল, মাদ্রাসায় নিয়মিত জাতীয় সঙ্গীত বাজানো হয় না ৷ তার কারণে শিশুদের মধ্যে জাতীয় চেতনা গড়ে উঠছে না ৷ তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে হবে । এবার আগামিকাল থেকে তা কার্যকর করা হবে ৷

উত্তরপ্রদেশের সমস্ত কাউন্সিল স্কুলে জাতীয় সঙ্গীত গেয়ে ক্লাস শুরুর ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে ৷ কিন্তু মাদ্রাসাগুলিতে একদিন জাতীয় সঙ্গীত গাওয়ার বাধ্যবাধকতা ছিল না । এনিয়ে সরকারের মধ্যে উদ্বেগ ছিল যে, স্কুলে নিয়মিত শিশুদের জাতীয় সঙ্গীত শেখানো না হলে তাদের মধ্যে দেশাত্মবোধ তৈরি হবে না ৷ তাই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

প্রসঙ্গত, যোগী সরকার রাজ্যের মাদ্রাসা শিক্ষায় অনেক পরিবর্তন এনেছে । মাদ্রাসায় গণিত এবং বিজ্ঞান চালু করা হয়েছে । কম্পিউটার শিক্ষাও শুরু হয়েছে । এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, "মাদ্রাসার ছাত্রদের এক হাতে কোরান আর অন্য হাতে কম্পিউটার থাকতে হবে ৷" তাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক করা হচ্ছে । পাশাপাশি শিশুদের মধ্যে জাতীয় চেতনা গড়ে তোলার জন্যও পদক্ষেপ করা হল ৷

আরও পড়ুন : Mamata Writes to Modi : 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার প্রাপ্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.