Yogi Adityanath: রামভক্তদের আত্মত্যাগই গুজরাতকে হিংসামুক্ত করেছে, দাবি যোগী আদিত্যনাথের

author img

By

Published : Nov 30, 2022, 8:22 PM IST

yogi-adityanath-says-sacrifice-of-ram-bhakts-in-2002-freed-gujarat-from-violence

মঙ্গলবার গুজরাতের গোধরায় নির্বাচনী জনসভা (Gujarat Assembly Polls 2022) করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷ সেখানে তিনি দাবি করেন, রামভক্তদের আত্মত্যাগই গুজরাতকে হিংসামুক্ত করেছে ৷

গোধরা (গুজরাত), 30 নভেম্বর: বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Polls 2022) প্রচার মঞ্চ থেকে কার্যত 2002 সালের গুজরাত দাঙ্গার (Gujarat Riots) প্রসঙ্গ উঠে এল ৷ আর সেই প্রসঙ্গ উঠল বিজেপি (BJP) নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভাষণে ৷

তাঁর কথায়, 20 বছর আগে রামভক্তদের আত্মহত্যাই গুজরাত মডেল (Gujarat Model) তৈরি করেছে ৷ ওই সিদ্ধান্তের জেরেই গুজরাতে কারফিউয়ের উপর কারফিউ জারি করা হয়েছে ৷

গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আগামিকাল ৷ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আগামী 5 ডিসেম্বর ৷ ফলে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সমস্ত দল ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি জনসভা করেছেন যোগী ৷ মঙ্গলবার তিনি সভা করেন গোধরায় ৷ সেখানে বিজেপির প্রার্থী সিকে রাউজির সমর্থনে আয়োজিত সভা থেকেই তিনি এই কথা বলেছেন ৷ তাঁর এই কথা শুনে দর্শকরা জয় শ্রীরাম ধ্বনিও দেন ৷

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কাজের প্রশংসা করেন ৷ মোদির জন্য দেশে সাম্প্রদায়িক হিংসা একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলেও তিনি দাবি করেন ৷ পাশাপাশি গোধরাকে আত্মত্যাগের ভূমি বলেও উল্লেখ করেন ৷ আর রাম মন্দির সেই আত্মত্যাগের প্রতীক বলেও তিনি দাবি করেন ৷

প্রতিবার গুজরাতের বিধানসভা ভোটে বিজেপি ও কংগ্রেসের (Congress) মুখোমুখি লড়াই হয় ৷ কিন্তু এবার ময়দানে রয়েছে আম আদমি পার্টিও (AAP) ৷ তাই নির্বাচনী সভা থেকে যোগী আদিত্যনাথ নিশানা করেন আপ ও কংগ্রেসকে ৷ মঙ্গলবার রোড শোয়েও অংশগ্রহণ করেছিলেন ৷

আরও পড়ুন: রাত পোহালেই ভোট মোদি-রাজ্যে, লড়াইয়ে 152 মুসলিম প্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.