Baba Ramdev: পোশাক না পরলেও মহিলারা সুন্দরী, বিতর্কিত মন্তব্য রামদেবের

author img

By

Published : Nov 25, 2022, 4:32 PM IST

Updated : Nov 25, 2022, 5:01 PM IST

Womens look good without wear anything Controversial statement by Baba Ramdev

মহারাষ্ট্রের থানে (Thane) এলাকায় এক যোগাসন শিবিরে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল বাবা রামদেবের (Baba Ramdev) বিরুদ্ধে ৷ পোশাকহীন নারীকেই তিনি সবচেয়ে সুন্দরী মনে করেন বলে জানিয়েছেন এই যোগগুরু ৷

থানে (মহারাষ্ট্র), 25 নভেম্বর: মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য (Controversial Statement About Women) করার অভিযোগ উঠল বাবা রামদেবের (Baba Ramdev) বিরুদ্ধে ৷ অভিযোগ, তিনি বলেছেন যে যখন নারীর শরীরে কোনও পোশাক থাকে না, তখনও তাঁদের সুন্দর লাগে ৷ মহারাষ্ট্রের থানে (Thane) এলাকায় একটি যোগ শিবিরে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷

তাঁর মতে, মহিলারা শাড়ি পড়লেও সুন্দরী ৷ সালওয়ার পড়লেও মহিলাদের সুন্দর লাগে ৷ এমনকী, কোনও পোশাক না পরলেও মহিলারা সুন্দরী ৷

জানা গিয়েছে, যে শিবিরে তিনি উপস্থিত হয়েছিলেন, সেই শিবিরে অনেক মহিলা ছিলেন ৷ প্রথমে তাঁদের যোগ প্রশিক্ষণ দেন ৷ তার পর সভা শুরু হয় ৷ ফলে তাড়াহুড়োয় মহিলারা যোগের পোশাক ছেড়ে শাড়ি পরার সুযোগ পাননি ৷ আর এই প্রসঙ্গেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন ৷

যে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃত ফড়নবীশ ৷ তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী ৷ রামদেব যখন এই মন্তব্য করেছেন, তখন তিনি রামদেবের পাশের আসনেই বসেছিলেন ৷ রামদেব অবশ্য অমৃতার ভূয়সী প্রশংসা করেন ৷

আরও পড়ুন : আমার মতো পরামর্শদাতা চাই দীপিকার : বাবা রামদেব

Last Updated :Nov 25, 2022, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.