Winter Session of Parliament: 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

author img

By

Published : Nov 19, 2022, 12:42 PM IST

Winter Session of Parliament will start from December 7 for 23 days

কোভিডবিধির কড়াকড়ি ছাড়াই আগামী 7 ডিসেম্বর (7 December, 2022) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) ৷ চলবে 29 ডিসেম্বর (29 December, 2022) পর্যন্ত ৷ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী (Union Parliamentary Affairs Minister) প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর: আগামী 7 ডিসেম্বর (7 December, 2022) থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) ৷ চলবে 29 ডিসেম্বর (29 December, 2022) পর্যন্ত ৷ শনিবার একথা ঘোষণা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী (Union Parliamentary Affairs Minister) প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) ৷ এদিন একটি টুইটে একথা জানান তিনি ৷ পরে সংবাদমাধ্যমের পক্ষ থেকেও টুইটটির 'স্ক্রিনশট' 'শেয়ার' করা হয় ৷

এই হিসাব অনুসারে আসন্ন শীতকালীন অধিবেশন (Parliament Winter Session 2022) চলবে 23 দিনের জন্য ৷ তবে, সেখানে সভার কাজ হবে সব মিলিয়ে 17 দিন ৷ নিজের পোস্টে প্রহ্লাদ জোশি লিখেছেন, "সংসদের 2022 সালের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী 7 ডিসেম্বর থেকে ৷ চলবে 29 ডিসেম্বর পর্যন্ত ৷ মোট 23 দিনের মধ্যে অধিবেশন বসবে 17 দিন ৷ অমৃত কালের মধ্যেই সংসদীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ৷ আমরা গঠনমূলক তর্ক-বিতর্কের আশায় রয়েছি ৷" একইসঙ্গে প্রহ্লাদ জানিয়েছেন, শীতকালীন অধিবেশনের প্রথম দিন সভায় কোনও কাজ হবে না ৷ ওই দিন আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হওয়ার পরই তা মুলতুবি করে দেওয়া হবে ৷ যে সাংসদরা সম্প্রতি প্রয়াত হয়েছে, তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করতেই এমনটা করা হয় ৷

  • Winter Session of the Parliament to commence from December 7 and will continue till December 29: Pralhad Joshi, Union Minister of Parliamentary Affairs pic.twitter.com/hMgsqaLhs6

    — ANI (@ANI) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তিহার জেলে কেজরির মন্ত্রীর 'পা মালিশ'! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

উল্লেখ্য, সম্প্রতি যে সাংসদরা প্রয়াত হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা নেতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ সূত্রের খবর, এবারের অধিবেশনে কোভিডবিধি মানার কড়াকড়ি আর থাকছে না ৷ কারণ, ইতিমধ্য়েই দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে ৷ এবং সাংসদ ও সংসদে কর্মরত প্রায় সকলেরই সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে ৷ তাই আগের মতো কঠোর স্বাস্থ্যবিধি পালনের প্রয়োজন নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

প্রসঙ্গত, জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার পর এটিই প্রথম অধিবেশন হতে চলেছে সংসদের ৷ এবারের শীতকালীন অধিবেশনেই প্রথমবারের জন্য চেয়ারম্য়ান হিসাবে রাজ্যসভা (Chairman of Rajya Sabha) পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ৷ উল্লেখ্য, এবারের অধিবেশনেও বেশ কিছু বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ ৷ বিরোধীরা তার অনেকগুলি নিয়ে বিতর্ক চাইবে বলে মনে করা হচ্ছে ৷ সেসবের জবাব দিতে তাই কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার ৷ তাছাড়া 8 ডিসেম্বর হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে । ফল কোন দিকে যায় তার সরাসরি প্রভাব অধিবেশনের কার্যকলাপের উপরে পড়বে বলেই মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.