Yogi Performs Kanya Pujan: নবমীতে 'কন্যা পূজন' করে নারী সুরক্ষার বার্তা যোগীর

author img

By

Published : Oct 4, 2022, 9:49 AM IST

UP CM Yogi Adityanath performs 'Kanya Pujan' on 'Navmi' of Navratri

নবমীতে 'কন্যা পূজন' (Yogi Performs Kanya Pujan) করে মহিলাদের সুরক্ষার বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM)৷ 9 জন নাবালিকার পা ধুইয়ে দেন তিনি (Kanya Pujan on Navmi)৷

গোরক্ষপুর, 4 অক্টোবর: মহিলাদের সুরক্ষায় উত্তরপ্রদেশ সরকার বদ্ধপরিকর - এই বার্তা দিয়েই মহানবমীতে কন্যা পূজন (Yogi Performs Kanya Pujan) করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM)৷ গোরক্ষনাথ মন্দিরে নয় জন নাবালিকার পা ধুইয়ে দেবজ্ঞানে তাদের পুজো করেন তিনি (Kanya Pujan on Navmi)৷

একটি সরকারি বিবৃতিতে (Yogi Adityanath performs Kanya Pujan) আগেই যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে, মহিলাদের সুরক্ষায় কেন্দ্র ও তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ করেছেন ৷ এ দিন কন্য পূজনের পর বিবৃতিতে বলা হয়, "গোরক্ষপীঠে পুজো প্রথার একটা অংশ হল কন্যা পূজন ৷ গোরক্ষপীঠাধীশ্বর হিসেবে মুখ্যমন্ত্রী সব প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন ৷"

বিবৃতিতে জানানো হয়েছে (Navratri 2022), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে একটি বড় কাঁসার থালা রাখা হয়েছিল ৷ তার উপর দাঁড় করিয়ে একে একে 9 জন নাবালিকার পা ধুইয়ে পুজো করেন যোগী ৷

আরও পড়ুন: মনখারাপের নবমীতে চোখ বুলিয়ে নিন আগামী বছর পুজো ক্যালেন্ডারে

দুর্গা পুজোর সময় বিভিন্ন আচারে অংশ নিতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ৷ নবমীতে কন্যা পূজনের পর বিকেলে তিলকোৎসব অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ বিকেল 4 নাগাদ শোভাযাত্রায় অংশ নেবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.