Delhi shootout : রোহিনী কোর্ট শ্যুটআউট কাণ্ডে ধৃত 2

author img

By

Published : Sep 26, 2021, 1:40 PM IST

Delhi shootout

দিল্লির রোহিনী কোর্ট শ্যুটআউট ও গ্যাংস্টার জিতেন্দ্র গোগী খুন কাণ্ডে 2 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : দিল্লির রোহিনী কোর্টে শ্যুটআউট কাণ্ডে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ ধৃত উমাঙ্গ (22) ও বিনয় (19)-কে শুক্রবার থেকেই খুঁজছিল পুলিশ ৷

উল্লেখ্য, গত শুক্রবার দিল্লির রোহিনী কোর্ট চত্বরে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে গুলি করে খুন করা হয় ৷ ঘটনায় নাম জড়িয়েছে গোগীর প্রতিপক্ষ টিল্লু গোষ্ঠীর ৷ পুলিশের গুলিতে সেদিন গোগীর উপর হামলাকারী দুই দুষ্কৃতী জগদীপ ও রাহুলেরও মৃত্যু হয়েছিল ৷ কিন্তু, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও দুই অভিযুক্ত উমাঙ্গ ও বিনয় ৷ তারাই এবার ধরা পড়ল পুলিশের হাতে ৷ এই ঘটনার তদন্তে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : Delhi shootout : গ্যাংস্টার গোগী খুনের জের, দিল্লির সমস্ত জেলে জারি হাই এলার্ট

পুলিশ আগেই জানিয়েছিল, দুই প্রতিপক্ষ দুষ্কৃতী গোষ্ঠীর বিবাদের ফলে এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে ৷ গোটা ঘটনার পিছনে রয়েছে সুনীল আলিয়াস টিল্লু ৷ বর্তমানে সে বন্দি রয়েছে মাণ্ডলি জেলে ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন কোর্ট চত্বরে আসার আগে স্থানীয় একটি মলে দেখা করে জগদীপ, রাহুল, উমাঙ্গ ও বিনয় ৷ পরিকল্পনা অনুযায়ী কোর্টের বাইরে একটি গাড়িতে অপেক্ষা করার কথা ছিল উমাঙ্গের ৷ আর গোগীর উপর হামলা চালাতে কোর্টের ভিতরে যাওয়ার কথা ছিল বাকি তিন জনের ৷ কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সেখান থেকে পালায় উমাঙ্গ ও বিনয় ৷ আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পরে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.