Alleged Gangrape in Moving Train: চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ ! গ্রেফতার টিকিট পরীক্ষক

author img

By

Published : Jan 22, 2023, 10:50 PM IST

TTE Arrested by Police for Alleged Gangrape in Moving Train

এক টিকিট পরীক্ষককে (TTE Arrested by Police) গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে চলন্ত ট্রেনে এক সঙ্গীকে সঙ্গে নিয়ে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ (Alleged Gangrape in Moving Train) উঠেছে ৷

সম্বল (উত্তরপ্রদেশ), 22 জানুয়ারি: ফের চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণের অভিযোগ (Alleged Gangrape in Moving Train) উঠল ! আর সেই অভিযোগে গ্রেফতার করা হল এক টিকিট পরীক্ষককে (TTE Arrested by Police) ! অভিযোগ, ওই ব্যক্তি তাঁরই এক সঙ্গীকে সঙ্গে নিয়ে এক মহিলাকে গণধর্ষণ করেছেন ! রবিবার পুলিশের তরফ থেকে একথা জানানো হয়েছে ৷ তাদের দাবি, ঘটনাটি ঘটেছে একটি দূরপাল্লার ট্রেনের বাতানুকূল কামরায় ৷ ঘটনার সময় ট্রেনটি উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ৷

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চলন্ত ট্রেনে ওই মহিলা গণধর্ষণের শিকার হন গত 16 জানুয়ারি ৷ সেই সময় ট্রেনটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্বল (Sambhal) জেলার চন্দৌসি (Chandausi) এলাকার উপর দিয়ে যাচ্ছিল ৷ চন্দৌসি স্টেশনের হাউস অফিসার কে বি সিং জানিয়েছেন, ইতিমধ্য়েই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক টিটিইকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তির নাম রাজু সিং ৷ তিনি ওই মহিলাকে আগে থেকেই চিনতেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: একাধিকবার গর্ভপাত, শেষমেশ মৃত সন্তান প্রসব ! অকথ্য নির্যাতনের শিকার নাবালিকা

16 জানুয়ারির ওই ঘটনার পর 'আক্রান্ত' মহিলা সম্বল জেলার রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই রাজুকে গ্রেফতার করা হয় ৷ ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, গত 16 জানুয়ারি তিনি চন্দৌসি রেল স্টেশনে অপেক্ষা করছিলেন ৷ সেই সময় ওই টিকিট পরীক্ষক সংশ্লিষ্ট ট্রেনের বাতানুকূল কামরায় তাঁর জন্য একটি আসনের ব্যবস্থা করে দেন ৷ চন্দৌসি থেকে প্রয়াগরাজ যাচ্ছিলেন ওই মহিলা ৷ রাত 10টা নাগাদ, চন্দৌসি ও আলিগড়ের মাঝামাঝি জায়গায় ওই টিকিট পরীক্ষক মহিলার কাছে আসেন ৷ তাঁর সঙ্গে একজন সঙ্গীও ছিলেন ৷ এই দু'জনই তাঁকে গণধর্ষণ করেন বলে দাবি করেছেন মহিলা ৷

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তিনি রাজুর সঙ্গে থাকা দ্বিতীয় ব্যক্তিকে চেনেন না ৷ পুলিশও এখনও পর্যন্ত সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি ৷ তবে, তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে ৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ৷ যদিও চলন্ত ট্রেনে এমন ঘটনা ঘটল, অথচ আশপাশের যাত্রীরা কিছু টের পেলেন না, এ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.