অবরোধ ও বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ ত্রিপুরা সরকারের

author img

By

Published : Nov 22, 2020, 11:25 AM IST

Updated : Nov 22, 2020, 1:13 PM IST

ত্রিপুরায় পুলিশের গুলিতে মৃত 1

ব্রু-রিয়াংদের পুর্নবাসন দেওয়ার প্রতিবাদে গতকাল অসম-আগরতলা জাতীয় সড়কে জড়ো হয় বিক্ষোভকারীরা ৷ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ ৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারী ৷

আগরতলা, 22 নভেম্বর : মিজ়োরামের ব্রু-রিয়াং শরণার্থীদের রাজ্যে পুর্নবাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার ৷ এর প্রতিবাদে গতকাল উত্তর ত্রিপুরার একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয় ৷ সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় একজনের ৷ আহত হয় 23 জন ৷ আজ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

ব্রু-রিয়াংদের পুর্নবাসন দেওয়ার প্রতিবাদে গতকাল অসম-আগরতলা জাতীয় সড়কে জড়ো হয় বিক্ষোভকারীরা ৷ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ ৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারী ৷

ত্রিপুরায় বিক্ষোভ

চলতি বছরের জানুয়ারিতে ত্রিপুরা সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷ চুক্তি অনুযায়ী, পাঁচ হাজারের বেশি ব্রু শরণার্থীদের ত্রিপুরার কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় পুর্নবাসন দেওয়ার কথা ৷ তবে এই বিশাল সংখ্যক শরণার্থী এলে তাঁদের জীবন-জীবিকায় প্রভাব পড়বে এই অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সোমবার থেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকায় ধর্মঘট পালন করছেন বাসিন্দারা ৷ শনিবার তাঁরা অসম-আগরতলা জাতীয় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

এরপরই ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়, ‘‘সরকার একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করবে ৷ বিক্ষোভকারীরা হিংসা ছড়ানোয় পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয় ৷ এতে একজনের মৃত্যু হয়েছে । এর জেরে বিক্ষোভকারী এবং নিরাপত্তাবাহিনীর কয়েকজন আহত হন ৷’’

1997 সালে সংঘর্ষের জেরে 40 হাজারের বেশি ব্রু সম্প্রদায়ের মানুষ মিজ়োরাম থেকে পালিয়ে আসে ৷ সেই থেকেই ত্রিপুরায় 7টি শরণার্থী শিবিরে তারা বসবাস করছিল ৷

Last Updated :Nov 22, 2020, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.