TMC Protests in Guwahati : মহা-সংকটে ‘অতিসক্রিয়’ হিমন্তর বিরুদ্ধে গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ

author img

By

Published : Jun 23, 2022, 1:54 PM IST

Updated : Jun 23, 2022, 3:47 PM IST

trinamool-congress-stages-protests-in-guwahati-hotel-housing-shiv-sena-leaders

গুয়াহাটির যে হোটেলে শিবসেনার বিধায়করা রয়েছেন, বৃহস্পতিবার তার বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল (Trinamool Congress) ৷ তাদের অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) রাজ্যের বন্যা নিয়ে উদাসীন ৷ অথচ মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) তৈরিতে অতিসক্রিয় ৷

গুয়াহাটি, 23 জুন : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা ও সমর্থকরা বিক্ষোভ দেখালেন অসমের গুয়াহাটিতে ৷ বৃহস্পতিবার তাঁরা ওই বিক্ষোভ দেখান ৷ অসমে এখন বন্যা পরিস্থিতি চলছে (Assam Flood) ৷ তা নিয়ে উদাসীন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma), এমনই অভিযোগ তুলে এ দিন বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ৷

কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শনস্থল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কারণ, তারা বিক্ষোভ দেখিয়েছে গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলের সামনে ৷ ওই হোটেলে রয়েছেন বিক্ষুব্ধ শিবসেনা (Shiv Sena) বিধায়করা ৷ সেখান থেকেই তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharashtra CM Uddhav Thackeray) সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠেছে, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ কেন ওই হোটেলের সামনে হল ? যদিও এর ব্যাখ্যা দিতে গিয়ে অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অসমের বন্যার জেরে হওয়া ক্ষয়ক্ষতি ও মৃত্যু নিয়ে উদাসীন ৷ তার বদলে তিনি মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটে (Maharashtra Political Crisis) বেশি ভূমিকা নিচ্ছেন ৷

মহারাষ্ট্রের 42 জন বিধায়ক গুয়াহাটির ওই হোটেলে রয়েছেন ৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন উদ্ধব সরকারের মন্ত্রী একনাথ শিন্ডে ৷ তালিকায় 34 জন শিবসেনা বিধায়ক রয়েছেন ৷ 8 জন নির্দল সাংসদ রয়েছেন ৷ আরও দু’জন শিবসেনা সাংসদ মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর ৷ এ দিন সকালে ওই হোটেলে যান অসমের মন্ত্রী অশোক সিঙ্ঘল ৷ তিনি ওই বিধায়কদের সঙ্গে দেখা করতে গিয়েছেন কি না, তা জানা যায়নি ৷

আরও পড়ুন : Maharashtra Political Crisis : সরকারি বাংলো থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাক্স-প্যাঁটরা, মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন উদ্ধব ?

Last Updated :Jun 23, 2022, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.